নাটক: দি জেন্টেলম্যান
সংসার সুখের হয়, দু:খের হয়। অনেক টাকাতে সুখ। অনেক টাকাতে দুখ। আবার কম টাকাতে সুখ। কম টাকাতে দুখ। আমার অভাবের সংসার। আমার স্বামীর ইনকাম কম। বেসরকারী চাকুরী করে। খুব ভোরে বের হয়, অনেক রাত করে ফিরে। সারাদিন খেটে-খুটে আমার দেয়া টিফিন ক্যারিয়ারের নাস্তা করে। আমাকে দেখে শুনে খরচাপাতি করতে হয়। তাই বলে আমি কৃপণ .....