"স্বপ্নের আত্মহত্যা" কি, কেন, কিভাবে ?
ছোট বেলা থেকেই আমি খুব ভাবুক আর আনমনে প্রকৃতি ছিলাম। ভাবনা চিন্তাগুলো অন্যদের থেকে একটু ভিন্ন ভাবে প্রকাশ করাটা আমার অভ্যাস ছিলো। তাই যে কোন ছোট খাটো ভাবনাই কখনো কখনো আমার দু-চিন্তার কারণ হত। দু-চিন্তার সর্বগ্রাসে আমার নিত্যদিনে সুখ নিদ্রা কেরে নিচ্ছিল। হঠাৎ মনে হলো। সবকিছু ডায়েরিতে লেখে ফেললে কেমন হয়। সেদিন থেকে ঘুমানোর সময় মাথার কাছে একটা ডায়েরি রাখতাম। একদিন ফেসবুকে স্ট্যাটাস দিলাম, “আমি অধম একজন ব্যর্থ কম্পিউটার ইঞ্জিনিয়ার যার প্রোগ্রাম লেখার এডিটর থেকেও কবিতা লেখার ডায়রি ভালো লাগে’!সেই ভালো লাগা ডায়েরির ছেঁড়া পাতা থেকে স্বপ্নের আত্মহত্যা বইয়ের উপাখ্যান। প্রতিদিনের নতুন নতুন স্বপ্নগুলো কঠিন বাস্তবতায় পৃষ্ট হয়ে মারা যায়। এই বইয়ে সেইসব স্বপ্নের কথার মালা গাঁথার চেষ্টা করেছি মাত্র।
পাঠকদের যদি এর একটি কবিতাও পছন্দ হয় বা ভালো লাগে তাহলে আমার এই নির্ঘুম রাতের বই ‘স্বপ্নের আত্মহত্যা’ সার্থক হবে। এটা আমার প্রথম কবিতার বই। ভবিষ্যৎ আরও বই লেখার স্বপ্নও লালন করি। পাঠকদের ভালোবাসা আর দোয়া থাকলে সেটাও সম্ভব হবে।
আপনাদের ভুল শুধরে দেয়া আর ধৈর্যশীল হয়ে নতুন লেখকের বই পড়াতেই পরবর্তী বই লেখার উৎসাহ হিসেবে কাজ করবে।
শুভকামনা থাকলো সকল পাঠকদের প্রতি।
ধন্যবাদ সকলকে।