যে সৃজনশীল প্রশ্নই পারে প্রশ্নফাঁস ঠেকাতে…
ইঞ্জিনিয়ার:
জনাব জাহেদ সাহেব একজন সিভিল ইঞ্জিনিয়ার। তিনি রাস্তাঘাট, পোল কালভার্ট এমনকি বিল্ডিং তৈরিতেও রড এর পরিবর্তে বাঁশ ব্যবহার করেন। বাঁশ নির্ভরশীল দেশ গড়ার অঙ্গিকারে ইঞ্জিনিয়ার জাহেদের অবদান অনস্বীকার্য। নতুন করে সিমেন্টের পরিবর্তে দোঁয়াশ মাটি ব্যবহারের দিকেও উনার গবেষণা চলছে।
ক) এখানে উদ্দীপক জাহেদ সাহেব দেশকে অনেক বাঁশ উপহার দেবেন, উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো।
খ) দৈনন্দিন জীবনে বাঁশ আমাদের কী কী কাজে আসে।
গ) দেশের আর্থ সামাজিক উন্নয়নের বাঁশের ভূমিকা বর্ণনা কর।
পুলিশ:
জনাব সুজন মিয়া একজন আদর্শ পুলিশ। তিনি জনগণের উপকারার্থে দোষ-নির্দোষ নির্বিশেষে মানুষকে জেল হাজতে আসার আমন্ত্রণ জানিয়ে থাকেন। কে কয় দিন জেল-হাজতে থাকবেন, সেটা কত টাকা তার ওপর নির্ভর করে। গাড়ির ড্রাইভারদের সাথে উনার বিশেষ একটা সম্পর্ক থাকে, যে কোন গাড়ির ড্রাইভারের সাথে উনাকে আন্তরিক ভাবে কথা বলা ও হাত মেলাতে দেখা যায়।
ক) “পুলিশ জনগণের বন্ধু এতে সন্দেহের কোন অবকাশ নেই” এটা কোন কবির কোন কবিতার অংশবিশেষ ।
খ) পুলিশ কে মামা না ডেকে আর কি কি ডাকা যেতে পারে বলে তুমি মনে কর।
গ) পুলিশের কাছে ধরা খেয়ে কোন কাজের জন্য কত টাকা উপঢৌকন দিয়ে জামিনে বের হতে হয় তার একটি খসড়া তালিকা তৈরি কর।
আইনজীবী:
অ্যাডভোকেট গোপাল দত্ত একজন বিত্তশালী উকিল। মামলার স্থায়িত্ব কত টাকায় কত দিন এটা তিনি ঐকিক নিয়মের অঙ্কে সুন্দর করে মানুষকে বুঝিয়ে দেন। আগামী তিন দিনের মধ্যে আসামি বেকসুর খালাস পাবে এ কথা তিন মাস পরেও তিনি বলতে থাকেন। তিনি আইনের উপর শ্রদ্ধা রেখেই এমনটা করে থাকেন যা কিনা ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত।
ক) উদ্দীপক গোপাল দত্ত সাধারণত কি খেতে ভালোবাসেন।
খ) উদ্দীপক গোপাল দত্তের নতুন মামলার সাথে নতুন বাড়ি কিনার কি সম্পর্ক থাকতে পারে বলে তুমি মনে কর।
গ) তিন দিন সমান তিন মাস হলে তিন মাস সমান কয় দিন? ঐকিক নিয়মে সমাধান কর।
রাজনীতিবিদ:
সাদ্দাম হোসেন একজন তুখোড় রাজনীতিবিদ। তিনি ভোটের চেয়ে জনগণের মৌন সম্পত্তিতে নির্বাচিত হতে বেশি পছন্দ করেন। জনগণ ওনার সাথে আছেন এমন অবিশ্বাস্য কথাও উনি চোখ বুঝে বিশ্বাস করেন। উনি সদা সত্য কথা বলেন, জীবনে মিথ্যা কি জিনিস তা উনি জানেনই না।
ক) একজন রাজনীতিবিদ হিসেবে সাদ্দাম হোসেনের কোন গুনটি ভোটে জিতার জন্য বেশি দরকার পরে।
খ) রাজনৈতিক এবং জনগণের মধ্যে সম্পর্ক তুমি কি কখনো দেখেছ, দেখলে কোথায়, কখন দেখেছ তা উল্লেখ কর।
গ) “মোটরসাইকেল থেকে পাজেরো গাড়ি” এই বাণীটির মর্মার্থ বের কর।
শিক্ষক:
স্যার রহিম উদ্দিন একজন নামকরা শিক্ষক। উনার স্কুল থেকে বই-খাতা, কলম ইত্যাদি শিক্ষা সামগ্রী কিনা বাধ্যতামূলক। শুধুমাত্র পড়াশোনা স্কুলের চেয়ে কোচিং ভালো পড়ানো হয়। কোচিং ছাত্র-ছাত্রীদের এক্সট্রা জ্ঞান অর্জনের জন্য ভূমিকা রাখেন বলে রহিম স্যার বিশ্বাস করেন। তিনি দৈনিক ৩ ঘণ্টা করে স্কুলে এবং ১২ ঘণ্টা করে কোচিং-এ সময় কাটান। ঢাকা শহরে ওনার ৫টি বাড়ি ৩টি গাড়ি আছে।
ক) বাড়ি ও গাড়ির বর্তমান বাজার মূল্যের সাথে রহিম স্যারের বেতনের সাদৃশ্য বৈসাদৃশ্য বর্ণনা কর।
খ) একজন আদর্শ শিক্ষক হিসেবে রহিম স্যার কোচিং এর সাথে সাথে আর কি কি করতে পারেন বলে তুমি মনে কর।
গ) “স্কুল বিহীন কোচিং ছাত্র জীবনের জন্য আশীর্বাদ স্বরূপ” ভাব-সম্প্রসারণ লিখ।
ডাক্তার:
ডা: বিলকিস বানু একজন বিশেষজ্ঞ ডাক্তার। ওনার নিজের তিনটি ক্লিনিক আর শেয়ারে আরও দু’টি ক্লিনিক আছে। সর্দি-কাশির রুগীদের পর্যন্ত ওনি ক্যান্সারের টেস্ট করাতে তার নিদিষ্ট ক্লিনিকে পাঠান। ওনি “সময় না থাকা শর্তেও প্রতি রুগীকে ত্রিশ সেকেন্ড করে সময় দিতে পারেন। রুগী সমস্যার কথা বলার আগেই তিনটি ঔষধ লিখে একটু কাজ এগিয়ে রাখেন।
ক) ডাক্তার আর ক্লিনিকের মধ্যে কি সম্পর্ক আছে বলে তুমি মনে কর?
খ) “সময় না থাকা শর্তেও ত্রিশ সেকেন্ড করে রুগী দেখেন”, এ উক্তিতে তুমি কিসের গন্ধ পাও?
গ) উপরোক্ত উদ্দীপককে তোমার ডাক্তার না ব্যবসায়ী মনে হয়। স্বপক্ষে যুক্তি সহ বর্ণনা কর।
লেখাটি ২০১৮ সালের ২৬ই জুন দৈনিক কালের কণ্ঠের ফিচার পাতা ঘোড়ার ডিমে প্রকাশিত।