বই: রিচার্জ your ডাউন ব্যাটারি
মটিভেশনের বড়ি খাও! পৃথিবী উল্টায়া দাও!! আমার একেকবার একেকটা খায়েশ উঠে। এবার খায়েশ হলো নেট দুনিয়াই যত মটিভেশনাল বক্তৃতা আছে সব শুনব। তো নেট গেটে সব মটিভেশনাল ভিডিও দেখা শুরু করলাম। বক্তব্যগুলো শুনতে খুব ভালো লাগতো। খুব মনোযোগ দিয়ে শুনতাম। শুনার সময় ভাবতাম আমি হেন করবো, তেন করবো। তেনা পেঁচিয়ে তাল গাছে উঠে তারপর .....