চেতনায় ডুয়েট
একটি গান গাই মোরা সেতো বিজয়েরই গান, একটি স্বপ্ন দেখি মোরা সেতো বড় হওয়ার স্বপ্ন। আমরা থাকি একটি ঘরে একটি স্বপ্ন করি লালন। বিজয়ের তরে, মুক্তির পথে আমরা আছি, থাকবো আমরণ। কি ভয়, কি ক্ষুধা কি স্বাদ, কি আহ্লাদ সব করে জয়। প্রতিহত করি হাজার বাধা, হাজার শৃঙ্খল আমরাই আনবো, আমরাই গড়বো এই ডুয়েটকে .....