স্পর্শ
স্পর্শে নেই, তো দেখতে পাই দৃষ্টির সীমা থাকলেও অসীম কল্পনার মাঝে অদৃশ্য দেয়ালের ওপারের স্বর কানে বাজে উপলব্ধির হাসি আমার স্বাভাবিকতাকে নাড়া দেয় যখন শুধু অতীতই আমার বর্তমান হয়ে থাকে তখন আমি একটা ভুল করি যা আমার আমিকে হারিয়ে শুধু পিছে ছুটি আর যখন অনুভূতিগুলো আবার ফিরে আসে তখন বুঝতে পারি এটা বাস্তব নয় .....