সূর্যোদয় সূর্যাস্ত
আমার জীবনের যত রঙিন সূর্যোদয়
যত কাক ডাকা ভোরের শিশির
যত সুপ্রভাতের নরম হাওয়া
খুব ভোরে লুঙ্গি পরে নামাজে যাওয়া
সব যেন এক এক করে হারিয়ে যাচ্ছে।
সূর্যোদয় কখন হয়? ছয়টায়, কি পাঁচটায়?
কে রাখে তার খবর?
ভুলে গেছি ফজরের নামাজ
ভুলেছি সব।
ভুলে গেছি সকাল সাতটায় উঠে আটটার নাস্তা
নয়টার তড়িঘড়ি প্রস্তুতির ক্লাস।
আমার জীবনের যত রঙিন সূর্যোদয়
আস্তে আস্তে সব যেন হারিয়ে যাচ্ছে।
আমার জীবনে এখন আছে যতসব সূর্যাস্ত
যা আমাকে আঁকড়ে ধরেছে।
তিনটায় অফিস, আটটায় বিকেলের নাস্তা
রাত এগারটায় বাসায় ফিরে বারটায় রাতের খাওয়া।
আমার জীবনের যতসব সূর্যাস্ত
যা আমাকে আঁকড়ে ধরেছে।
রাত দুটায় ঘুম,সকাল এগারটায় ভোর, বারটায় ব্রেকফাস্ট।
এই বুঝি সকাল হলো, এই বুঝি জীবন হলো?
ইস! আজকের সূর্যোদয়ও হারিয়ে গেলো।
বাকী রইলো শুধু সূর্যাস্তটা।
Leave a Reply