স্বপ্নের ঘোড়া
আমার স্বপ্নগুলো মুখ থুবড়ে পড়ে কুল পায় না বলে ডুবে মরে বাস্তবতার জালে বিদ্ধ হয়ে মায়াজালে আটকে থাকে। স্বপ্নগুলো সাফল্যের পথ চেনে না ছোটার বল পায় না, পেরে উঠে না স্বপ্নের দুরন্ত পাগলা ঘোড়ার সাথে। শুধু পেছনে হাঁটে একটু আধটু করে। ক্লান্তি আর ভ্রান্তিতে ক্ষণে ক্ষণে স্বপ্নের সাথে দূরত্ব বাড়তে থাকে। স্বপ্নের ঘোড়াকে ছুঁতে .....