উজান ভাটি
উচ্ছ্বাসের ঢেউ-খেলার একদিন ভাটা পরবে জানতাম
এখন আমি ভাটার টানে গভীর সমুদ্রে হাবুডুবু খাচ্ছি
কূল কিনারা ছাড়া তলা-বিহীন গভীর সমুদ্রে সাঁতরাচ্ছি
শুধুমাত্র বেঁচে থাকার জন্য, বাঁচার আশায় খড় কুটা যাই পাচ্ছি
তাই আঁকড়ে ধরছি শেষ অবলম্বন হিসেবে
এই ভাবে বেঁচে থাকতে থাকতে একদিন জীবনেরও 
শেষ হবে, হয়তো এইটাই বেঁচে থাকা, এইটাই বাস্তবতা।
                        
                        
                        
                        
                        
                        
                  
Leave a Reply