বিড়িখোর বন্ধু
একবার এক শিক্ষা সফরে গিয়ে দুষ্টু ছেলে-পুলের পাল্লায় পরে বিড়িতে দু-এক টান দিয়েছিলাম! ওই শিক্ষা সফরে গিয়ে বিড়ি খাওয়ার উপর আমার ভালো একটা শিক্ষা হয়েছে। কিছু বন্ধু আছে এমন, যাদের হাজী সাহেবের কাচ্চি বিরিয়ারী খাওয়ালেও এত খুশি হয় না যতটা না খুশি হয় ওই মুরগীর দোকানের পাশের টং দোকানের একটা বিড়ি খাওয়ালে। আরেক বিড়িখোর .....