উড়াল দিবো আকাশে
আমিও পাখি হবো উড়াল দিবো পথঘাট আকাশ পেরোব বনজঙ্গল পাহাড় ডিঙ্গাব। পাড়ি দিবো অজানার মেঘের দেশে জলপরি নীলপরির বেশে হব নিরুদ্দেশ, ভবঘুরে, ছন্নছাড়া। একদম হারিয়ে যাব, হয়ত ফিরবনা থাকব চুপিসারে শুধু একলা পড়ে জনমানবহীন কোন শূন্য পথের দ্বারে। আমাকে কেউ খুঁজবেনা, খুঁজেও পাবেনা নীরব নিথর হয়ে সাড়াশব্দ ছাড়া। আমার কাছে কারো দায় থাকবেনা কেউ .....