অপেক্ষা
আমি বাড়ি ফিরছি
ঠিক মাগরিবের আজানের আগে করে
তুমি জানালার কাছে থেকো
রিকশার টিংটিং শুনলে দরজা খুলে দিও
এর আগে খালি কলসি পুরানোর ভান করে
বারবার পুকুর ঘাটে গিয়ে আমার আসার রাস্তায় তাকিয়ে থেকো
গত বছর আমার কিনে দেয়া ওই লাল পাড়ের হলুদ শাড়ি পড়ে থেকো
আসতে একটু দেরি হলে ঢাকা থেকে পাঠানো
সুগন্ধি পাউডার যুক্ত চিঠি বারবার পড়িও।
আমিও ছটফট করছি
বাস, ট্রেন, লঞ্চে কোথাও আমি স্থির নেই
সিট খালি থাকা সত্ত্বেও দাঁড়িয়ে আছি,
তাড়াতাড়ি যাবো বলে।
ও ড্রাইভার ভাই একটু দ্রুত চালান
বাড়ি যেতে হবে
কেউ অপেক্ষায় আছে।
Leave a Reply