আমাদের কাঁদতে দিন
আজ অন্তত আমাদের কাঁদতে দিন
আমাদের প্রতিবাদের ভাষাটা বরং চোখের পানিতে ভাসুক।
আমাদের করুণ চাহনিতে বরং আল্লাহর করুণা খুঁজি।
আজ যেহেতু আমাদের আর কিছু করার নেই
বরং আমরা বসে বসে হাত তুলে থাকি।
আজ বরং চোখের পানিতে আল্লাহর সন্তুষ্টি খুঁজি।
মিছিলের স্লোগান গুলো
বরং গভীর রাতে জায়নামাজে বসে দিই।
আজ অন্তত আমাদের কাঁদতে দিন
কাঁদা ছাড়াই যেহেতু আর কোন উপায় নেই
কোন বাধা ছাড়াই কাঁদতে দিন।
Leave a Reply