এক পৃথিবী ভালোবাসা
পৃথিবীতে কেউ একজন ভালোবাসে বলেই
হয়তো পৃথিবী এত সুন্দর।
আমাকে ভালোবাসতে হলে যে মন থাকা দরকার
সে মন তোমার আছে বলেই আমি তোমাকে ভালোবাসি।
না হয়তো কত আগেই যে ঘর ছেড়েছিলাম
সে ঘরে কি আর আমি ফিরি?
আমাকে বাহুডোরে আবদ্ধ করার
যে যাদু তুমি রপ্ত করেছো
সে মায়ার জালে আমি কাবু
সে হাবুডুবু প্রেমে আমি এখন উতলা।
আমাকে এভাবেই ভালোবেসো
ভালোবাসাটা আমার খুব দরকার
ভালোবাসা ছাড়া যে আমার চলবেনা, প্রাণে বাঁচব না।
Leave a Reply