কিংকর্তব্যবিমূঢ়
প্রাণঘাতী স্বপ্নভঙ্গের চাপা নিঃশ্বাসে আমি আর্তনাদ করিনি
আকস্মিক দুর্বিপাকে পিষ্ট মন নিয়ে মর্মপীড়ায়ও ভুগিনি
দুমড়ানো মুচড়ানো হৃৎস্পন্দনের অন্তর্দাহেও শিহরিত হইনি
নির্বোধ গোমূর্খের মত আত্ম-চিৎকারে আকাশ বাতাসকেও ভারি করিনি
অবসন্নতাপূর্ণ ছলছল ঝলঝল চোখের নৈরাশের দৃষ্টিতেও তাকিয়ে থাকিনি।
অসাড়তায় জড়তাগ্রস্ত ঊর্ধ্বশ্বাসের কণ্ঠস্বরে কথাও আটকে যায়নি
বিচারবুদ্ধিহীন কর্মকাণ্ডের বিষাদে ডুবে নিজের অস্তিত্বকেও সংকটাপন্ন করিনি।
প্রতিশ্রুতির জিঞ্জির স্ব-মূলোৎপাটনের পরেও অন্তর্দাহে পরশ্রীকাতরতা দেখাইনি।
শুধু সহিষ্ণুতা বাড়িয়েছি, ধৈর্য ধরেছি, স্থির থেকেছি, মনকে বুঝিয়েছি।
এমন করে একদিন সবাই চলে যায়, তুমিও গেছো।
Leave a Reply