খোলা চিঠি
একটি চিঠি
নাম নেই, ঠিকানা নেই।
লেখা আছে যত দু:খের কথা,
যত সুখের কথা।
অনেক পাওয়া-না-পাওয়ার কথা।
প্রথম সাক্ষাতের সেই চোখ দেখা-দেখি।
শেষ বিকেলের সেই বিদায়।
আজ চিঠিই একমাত্র সাক্ষী।
অনেক গোপনীয়,
খুব ব্যক্তিগত এক চিঠি।
কেউ জেনে গেলে লজ্জা
পড়ে ফেললে সর্বনাশ।
চিঠিটি আজ আকাশের ঠিকানায় দিলাম ছেড়ে
কেউ জেনে গেলে জেনে যাক
আমিও তোমাকে ভালোবাসি।
কেউ পড়ে ফেললে পড়ে ফেলুক
আমিও ভালোবাসতে জানি,
আমারও মন আছে।
Leave a Reply