চাহিদা
আমরা যারা পাখি ড্রেস খুঁজছি
তিন সেট পূর্ণ না হওয়াই মন খারাপ করছি
আমরা যারা পাশের বাড়ির ভাবির শাড়ির সাথে তুলনা করে বলছি,
“হায় আল্লাগো তুমি আমারে এতো কম দামি শাড়ি কেমনে দিলা”।
আমরা যারা পাঞ্জাবি কিনে বাসায় গিয়ে বলছি,
“কি পাঞ্জাবি কিনলাম, পুরাই ঠকছি”।
আমাদের জন্য কিছু কথা
এসো রাতের শহরে, একটু ঘুরে দেখো রেল স্টেশনে।
দেখো মানুষগুলো রাতে ইট মাথায় দিয়ে ঘুমিয়ে আছে।
খোঁজ নাও, তারা রাতে তোমার আমার মত খেয়েছে কিনা।
তাদের পাখি ড্রেস, লাল শাড়ি আর পাঞ্জাবি আছে কিনা।
কোথায় তাদের ঈদ, কোথায় তাদের ঈদের খুশি।
দেখো এতসব ছাড়াও তারা দিব্যি সুখে আছে
তাদের চাহিদাই অতটুকুই
একটু পেট ভরে খাওয়া,
রাতে ঘুমানোর একটু জায়গা আর একটা ইট।
আমাদের এতকিছুর পরেও কোন সুখ নেই মুখে হাসি নেই
কারণ আমাদের আরো চাই আরো
ওই পাখি ড্রেস, লাল শাড়ি আর ওই পাঞ্জাবিও আমার চাই।
Leave a Reply