ঠোঁট কাঁপা কথা
আমি কেঁদেছি, শুধুই কেঁদেছি
কেঁদেছি ফুঁপিয়ে ফুঁপিয়ে
কেঁদেছি মনের যত দুঃখ নিয়ে
মুখে কিছু বলিনি
শুধু হাত তুলে রেখেছি
কিছু চাইও নি
শুধু অশ্রু ঝরিয়েছি
হাত ভিজিয়েছি, বুক ভাসিয়েছি
তারপরেও কিছু বলতে পারিনি।
কিবা বলব, কাকে বলব?
তিনি তো সব দেখেন, সব জানেন
তিনি তো বোঝেন,
ঠোঁট কাঁপা কথা
লুকানো চাপা ব্যথা।
আমি শুধুই কেঁদেছি
মুখ খুলে কিছু বলিনি, চোখও খুলিনি
না,
কারও প্রতি কোন অভিযোগও করিনি
শুধুই কেঁদেছি আর বিশ্বাস রেখেছি
ওরাও একদিন শুধুই কাঁদবে
আর বুঝতেও পারবে
আমি কেন আজ কেঁদেছিলাম।
Leave a Reply