নিঃশব্দ কান্না
সব ধরনের কান্না দৃশ্যমান হয় না
কিছু কান্না হয় নীরবে নিভৃতে।
জমে থাকা কষ্টের নোনা পানি
চোখের কোটরে আসার আগেই টিস্যু দিয়ে মুছে ফেলি।
না হয় চোখে পোকা পরেছে ভান করে
দু’হাতে চোখ কচলে লাল চোখে
জানালা দিয়ে তাকিয়ে থাকি।
মাঝে মাঝে বেসিনের পানির ঝাপটাতে
দু’এক ফোঁটা চোখের পানি মিলিয়ে যায়।
নেহাৎ নিরুপায় হয়ে টলটলে
চোখের পানি বের হয়ে গেলেও
আমি মোটা গ্লাসের চোখের রোগী হিসেবে আপাতত চালিয়ে দিই।
Leave a Reply