ভালোবাসা
আমাকে ভালোবাসতে খুব বেশি কিছু লাগেনা
এই একটু মুচকি হাসি
একটু পাশে এসে বসা
একটু গাল-গল্প
অল্প-স্বল্প মান অভিমান।
শুক্রবারে বেড়াতে যাওয়া, ফুচকা খাওয়া
শনিবারে সিনেমা দেখা
সকালে এক কাপ কড়া লিকারের চা
বিকেলে ঝাল মুড়ি
সন্ধ্যায় আলু পুরি
আর শুধু পাশে বসে আমার কাঁধে তোমার মাথা
শুধু এতেই হবে
আমাকে ভালবাসা হয়ে যাবে।
Leave a Reply