ভালো লাগা কান্না
জীবনে আমি খুব বেশি হেসেছি
যে কয়েকবার কেঁদেছি
ওই কাঁদার কারণ আমি কাউকে বলতে পারিনি।
শুধু সবাইকে এতটুকু বুঝানোর চেষ্টা করেছি
কিছু সময় কাঁদতে হয়
নাহলে আগে যে হেসেছি
সেইসব ঘটনা ভুলে যেতাম।
এখনো মাঝে মাঝে সুযোগ পেলেই কাঁদি
খুবই চুপিচুপি।
কাঁদতে ভালো লাগেনা
কিন্তু কাঁদার পরে খুব প্রশান্তি পাই
মনে হয় আমার আরও একটু কাঁদা উচিত ছিল।
Leave a Reply