রানী
আমার একটা স্বপ্ন ছিলো
                  রাজপ্রাসাদের।
 দক্ষিণা জানালায় শীতল মৃদুমন্দ হাওয়া
 বৃষ্টির রিনিঝিনি আর নিস্তব্ধ রাতের জ্যোৎস্না।
 আমার একটা স্বপ্ন ছিলো
                একজন রাণীর।
 ফুলের লতায় যার গহনা
 খোঁপায় বেলি ফুলের মালা আর রজনী গন্ধার
 সুভাষিত রুমে গোলাপের পাপড়ি হবে যার বিছানা
 তাকে দেখাবে পূর্ণিমার চাঁদের মত সুন্দর।
 যে চাঁদের মুগ্ধতার আলো ছড়াবে শুধু আমার জন্য।
 আমার স্বপ্নের টিনের দোচালা বাড়ির নাম হবে রাজপ্রাসাদ
               আর ওর নাম দিবো রানী।
                        
                        
                        
                        
                        
                        
                  
Leave a Reply