হারিয়ে ফেলা ভালোবাসা
আমি আর ভালো থাকতে পারলাম কই
অস্থির ধমনির রক্তের স্রোতস্বিনীর প্রভাবে আমাকে বেগ পেতে হয়
বুকের বাম পাঁজরের চিনচিন ব্যথাটা দিনদিন বেড়ে চলছে
আমি ঘর ছাড়া বারান্দায় চুপিসারে বসে থাকি
কত লোক সামনে দিয়ে এলো গেলো
কই তাতো খেয়াল করিনি
আমি শুধু আনমনে হয়ে তোমার আশায় বসে আছি
কবে তোমার নূপুরে ধ্বনির আওয়াজ শুনবো
তোমার হাত ধরে ঘরে ঢুকবো
আর বলবো কোথায় ছিলে এতদিন, কোথায় ছিলে?
Leave a Reply