মাত্র তিন মিনিট থামুন!
একটু থামুন! তিন মিনিটের বক্তব্যটি শুনুন!!
ভাই আপনি কি মুসলিম? আপনি কি আল্লাহ রসূল (স.) এর উপর বিশ্বাস করেন? আখেরাত বলতে যে একটা কিছু আছে এটা কি আপনার মনে পরে? সে জীবনে পাপ-পূণ্যের হিসেব হবে এরপর আপনার জন্য জান্নাত বা জাহান্নাম নির্ধারিত হবে বিষয়টা কি জানেন?
ভাই আপনি কি সেই জান্নাতে যেতে চান?
তাহলে একটু থামুন। এই সাড়ে তিন মিনিটের এই বক্তব্যটি আপনার জন্য।
আসুন এবার একটু হিসেব কষে নিই।
আমি আপনি যেটাকে এ জীবনের সফলতা মনে করি, যেসব বিষয়কে জীবনের সবকিছু মনে করি সেটা কি আদৌ সফলতা?
আমরা সফলতা বলতে বুঝি শুধু চাকরির প্রমোশন, ব্যবসায়ে উন্নতি, নতুন গাড়ী, নতুন প্লটের বরাদ্দ বা উজ্জ্বল একটা ক্যারিয়ারকে।
এগুলো কি জান্নাতে যাওয়ার তুলনায় খুবই বড় কিছু?
না, আসলেই খুবই সামান্য।
কি হবে দুনিয়ার এই জীবনের চাকচিক্যে দিয়ে। কি হবে লোক ঠকিয়ে। মানুষের প্রতি জুলুম করে জায়গা দখলের। যদি না অনন্ত জীবনের জন্য জান্নাত হাসিল করতে না পারি।
তাই আসুন একটু ভাবুন। আসুন একটু হিসেব মিলিয়ে নিই। দিন দিন কি আমরা জান্নাত থেকে দুরে সরে যাচ্ছি নাকি আমরাই জাহান্নামের নিকটবর্তী হচ্ছি।
দেখেন আমি আপনি যে অন্যের জন্য মনের ভিতর হিংসে পোষে রাখি। অন্যের প্রতি রাগ নিয়ে ঘুমাতে যায়। মানুষের দোষ-ত্রুটি ক্ষমা করতে আমাদের কষ্ট হয়। অথচ এমন একটি ছোট্ট আমল করেও দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন সাহাবী সাদ ইবনে আবু ওয়াক্কাস (রা:)।
সাদ ইবনে আবু ওয়াক্কাস (রা:) কে জিজ্ঞাসা করা হলো আপনি এমন কি আমল করেন যে নবী কারীম (স.) তিন দিন আপনার ব্যাপারে জান্নাতের স্বপ্নে দেখলেন?
জবাবে সাদ ইবনে আবু ওয়াক্কাস (রা:) বললেন, “হয়তো এমন হতে পারে, আমি যখন ঘুমাতে যাই আমার অন্তরে আমার ভাইদের প্রতি যত রাগ ছিল, যত ক্ষোভ ছিল, যত হিংসে ছিল সব মিটিয়ে দিয়ে সবাইকে ভালোবেসে তারপর আমি ঘুমাতে যাই।”
সুবহানআল্লাহ্।
আল্লাহ সবাইকে আখেরাতমুখী জীবন যাপন করার তওফিক দান করুন। আমিন।
লেখা: রাশেদুল হায়দার
চট্টগ্রাম, ২০ রমযান।
https://www.facebook.com/haiderduet/videos/2740276195986462/
Leave a Reply