শুভ জন্মদিন ২০২২
আজ আমার তেত্রিশ মতান্তরে পঁয়ত্রিশতম শুভ জন্মদিন! (বয়সে করোনাকালিন হিসেব বাদ দেয়া হয়েছে)
ছবিটি আনুমানিক ২০ বছর আগের হারিকেন জমানার। ছত্রিশ ফিল্মের কোডাক ক্যামেরার।
মেঘে মেঘে বয়স তো আর কম হলো না। সেই ১৫ টাকা সের চাল সময়কার ছেলে আমি। ৪০ টাকা নিয়ে বাজারে যেতাম। এর মধ্যে মাছ-তরকারি, মুদি সদায় সহ দুই টাকা বাঁচিয়ে সে দুই টাকা মেরে পকেটে ঢুকিয়ে আবার টোটাল হিসেবের সাথে মিলানো লাগতো। এই দুই টাকার সঞ্চয় দিয়ে সারা সপ্তাহ চলা লাগতো।
তখনকার ইকোনো ডিএক্স কলমের গ্র্যাজুয়েট আমরা। একটা কলম শেষ হলে সেটার খালি শিষ জমা দিয়ে আরেকটা কিনতে হতো। আমাদের চেয়ে বড়লোক ছেলেপেলে আমাদের দেখিয়ে দেখিয়ে রেডলীফ কলম ব্যবহার করতো। স্কুলের পড়া শিখতাম ক্লাসে এক হাতে কান ধরে বেঞ্চিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে।
সেই থেকে আমাদের প্রজন্ম স্ট্রং এবং কনফিডেন্ট। আমরা পারি, পারবো। কোন শিডিউল, কোন লোডশেডিং আর ডিজেল-অকটেন কেমনে সামাল দিতে হয় আমরা জানি। এটাও শিওর যে, ১৪ ইঞ্চি সাদা-কালো টেলিভিশনের আলিফ-লাইলা দেখার সেই মজা এখনকার ছেলেপেলে মোবাইল গেমে পাবে না।
আহা সেই দিনগুলো! আহা শৈশব!
Leave a Reply