“আমি আল্লাহকে সব বলে দিবো!”
“আমি আল্লাহকে সব বলে দিবো!”
ওই সিরিয় শিশুটি কি যুদ্ধবাজদের সাথে সাথে আমাদের নামও বলে দিবে?
যে শিশুবোন দুধের বাচ্চা ভাইকে বাঁচাতে একমাত্র অক্সিজেন মাস্কটা ভাইয়ের মুখে লাগিয়ে নিজে খোদার দিকে তাকিয়ে চুপচাপ মরে গেলো। সে শিশু কি আল্লাহকে শুধু যুদ্ধবাজদের ব্যাপারে সব বলে দিবে নাকি সেখানে আমাদের নামও বলবে? আমরা যারা ওই শিশুকে আরেকটি অক্সিজেনের মাস্ক পরিয়ে দিতে পারিনি, তাদের নাম?
আমাদের তো আত্মার ঘা অনেক আগেই শুকিয়ে গেছে। তাই এইসব রক্তমাখা মুখ, সাদা কাপড়ের লাশ দেখতে কষ্ট হয়না। চোখে যেন সব সয়ে গেছে। কোন বীভৎস দৃশ্য দেখার যে করুণ চাহনি আছে তাতে আগের মত তেমন আবেগ নেই। হঠাৎ বোম এসে পড়বে। উড়ে যাবে সব। পরে থাকবে শুধু ক্ষত-বিক্ষত কিছু মনুষ্য জীব। এসব সিনেমার দৃশ্যে কত দেখেছি! সিনেমা শেষে আবার সব ঠিক হয়ে যাবে!
মন যখন পাথর হয়ে যায়, অনুভূতিগুলো ভোঁতা আর চিন্তার রাজ্যে ঘাস লতা-পাতা ছাড়া আর উর্বর কিছু জম্মায় না।
https://www.facebook.com/photo.php?fbid=2049506205063468&set=pcb.2049507328396689&type=3
হলিউড বলিউডের সিনেমা দেখে-দেখে এখন এর থেকে ভালো অনুভূতি আমাদের আর সৃষ্টি হয়না।
এক বলিউড অভিনেত্রী শ্রীদেবীর অকাল মৃত্যুর জন্য আমরা যতটুকু করুণা আর মায়া দেখিয়েছি তার সিকিভাগও কি হাজার হাজার শিশুর লাশ দেখে দেখিয়েছি?
তাই ভয় হয়। ওই সিরিয় শিশুটি যদি আমাদের ব্যাপারেও আল্লাহর কাছে সব বলে দেয়।
আল্লাহ তুমি সিরিয়ার নারী-পুরুষ, শিশু-বৃদ্ধদের এই জুলুমবাজ, যুদ্ধবাজ নর-পিশাচদের হাত থেকে বাঁচাও।
আমাদেরকেও সব অভিযোগ থেকে মুক্তি দাও। আমিন।
–রাশেদুল হায়দার,
২৮ ফেব্রুয়ারি, ২০১৮।
https://www.facebook.com/photo.php?fbid=2049508058396616&set=pcb.2049507328396689&type=3
Leave a Reply