অভিমান
থাক।
আমাকে আর ভালোবাসতে হবেনা।
আমার কাছে এসে বসতে হবেনা
কথাও বলতে হবেনা।
আমি যেমন আছি তেমনই থাকবো,
আমি নয়টায় ঘুম থেকে উঠে দশটায় নাস্তা করবো।
থাক।
আমি বাসি নাস্তাই খাবো।
কেউ আমাকে আদর মাখা কণ্ঠে
ওগো, হেগো বলে ডেকে দিতে হবেনা
ঘুম থেকে আমি একাই উঠতে পারি।
যার মনের শূন্য বিরান ঘরে বাস করার কেউ নেই
সেখানে তো মাকড়সারা জাল বুনবেই,
বেওয়ারিশ জালালি কবুতর ডিম পারবেই।
তার আর কিসের পহেলা বৈশাখ কিসের ঈদ?
থাক।
আমাকে আর ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে হবেনা।
এমন ভালোবাসাহীন থাকতেও আর খারাপ লাগেনা
এসব আমার অভ্যাস হয়ে গেছে।
থাক।
আমাকে আর কেউ ভালোবাসতে হবেনা।
Leave a Reply