হারিয়ে যাবো
কথা ছিল হারিয়ে যাবো
কোন চাঁদনি রাতে দূর্বাঘাসে,
অচিন কোন পাথরে হেলান দিয়ে
আনমনে হয়ে তারা গোনার মাঝে।
জোনাকির মিটিমিটি আলোয়
সাজিয়ে নিবো নিজের মনকে।
ঝিঁঝিঁ পোকার ঝিঁঝিঁ গানের সূরে
হারিয়ে যাবো কোন রঙিন স্বপ্নের মাঝে।
স্বপ্ন ভাঙ্গবে টিপটিপ বৃষ্টির ফোঁটায়
কুয়াশাচ্ছন্ন ঝাপসা প্রভাতে।
খালি পায়ে হাঁটবো পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায়
মাথা দিয়ে বসে থাকবো হিমহিম পাহাড়ি ঝরনায়।
আর ফিরবো একদম গোধূলি লগ্নে
নিজের মন থেকে কোন বেসুরা গান গেয়ে।
Leave a Reply