ব্যক্তিগত চিঠি
আমাকে ওগো হে-গো বলে একটা চিঠি লিখো না
এটা হবে তোমার প্রথম চিঠি
আমি লেমিনেটিং করে রাখবো আমার বুকের সিন্দুকে
কখনো হারাতে দিবোনা।
তুমি যদি কখনো হারিয়ে যাও
তখন এই চিঠিই থাকবে আমার সম্বল
আমি চিঠিটা পড়বো যখন তোমার কথা মনে পড়বে
যখন তোমার স্মৃতিতে আমি কাতর থাকবো
তোমার ওই মায়াবী চেহারা ভেসে থাকবে চিঠিতে
তোমার চোখের দিকে তাকিয়ে আমি কথা বলবো।
একদিন কথার ছলে যেমনি বলেছিলাম
আমি তোমাকে ভালোবাসি
তেমনি ভালোবাসা থাকবে ওই তাকিয়ে থাকাতে।
লেখোনা একটা চিঠি
একটা লেখলে এমন কি হয়?
Leave a Reply