রক্তের টান
জানি তুমি আর ফিরবে না
আড্ডায় আসবে না
কথা বলবে না, হাসবে না, খেলবে না।
কারো ডাকে সাড়া দিবে না।
চলে গেছো তো যত রাগ আর অভিমান নিয়ে
তোমার যত স্মৃতি, যত কথা
আমাদের সাথে থাকবে।
তোমার কথা মনে করিয়ে দিবে।
তোমায় ছাড়া আমরাও যে ভালো থাকবো না।
তুমি তো চলে গিয়ে বেঁচে গেলে
তুমি তো বেঁচে থাকবে জান্নাতের পাখি হয়ে
তোমার রক্ত প্রবহমান থাকবে
কখনো শুকাবে না, বর্ণহীন হবেনা।
তুমি নিশ্চয় তোমার সেই রক্তিম বর্ণ নিয়ে
সেদিন খোদার দরবারে হাজির হবে
তোমাকেও জানাবে কত ফেরেশতা সাদর সম্ভাষণ।
আমরা পরে থাকবো একদম পিছে
সবার অগোচরে, ভয়ে পশ্চাৎপদ হয়ে।
তুমি সেদিন আমাদের দেখে চিনবে তো
ভাই, মনে রাখবে তো
একটু সুপারিশ করবে তো।
ওই যে আমি আমরা, তোমার খেলার সাথী ছিলাম
তোমাকে হাসপাতালে রক্ত দিলাম
তুমি আমাদের রক্ত নিয়ে চির বিদায় নিয়ে চলে গেলে ।
Leave a Reply