মন কাঁদে
মন কাঁদে, কাঁদুক না
কি দরকার এত হাসাহাসির
এত ঘুরাঘুরির, এত মন মাখামাখির।
মন কাঁদে, কাঁদুক না
কি দরকার এত ভালোবাসাবাসির
এত মন ধরাধরির, এত প্রেমপিরিতের।
মন কাঁদে, কাঁদুক না
কি দরকার এত পথে চেয়ে থাকার
এত নিজেকে অসহায় ভাবার।
মন কাঁদে, কাঁদুক না
মন কাঁদায় যখন অভ্যাস
কাঁদুক না।
Leave a Reply