ঈদ মোবারক
ঈদ মোবারক তোমাদেরকেও
যারা রাস্তার পাশে ঘুমিয়ে রাত কাটিয়েছ
ফুটপাতে বসে রাস্তার সাহেবি গাড়ি দেখেছো
অন্যের গরুর রশি ধরে দশ টাকা পেয়েছ।
ঈদ মোবারক তোমাদেরকেও
যারা কুড়ে ঘরে চুপিসারে বসে আছো
অন্যের রান্নার শুধু ঘ্রাণ নিয়ে স্বাদ নিচ্ছ
ফুঁপিয়ে কেঁদে মায়ের কোলে আড়াল হচ্ছো।
ঈদ মোবারক তোমাদেরকেও
যারা ফিলিস্তিনের গাজায় বসে আকাশের দিকে তাকিয়ে আছো
ঈদের দিনেও জানাজার নামাজের অপেক্ষায় আছো
শহীদ হওয়া বাবা-ভাইয়ের কথা মনে করে কাঁদছ
হঠাৎ বুলেট আসবে ভেবে
ঈদের কথা ভুলে গেছো।
Leave a Reply