রঙিন আলো
রঙিন আলো গায়ে মাখা আমার অভ্যাস নয়
সব রঙিন রঙের মিশ্রণের শেষ রঙ যে কালো হয়
তা আমার জানা।
তার চেয়ে ক্ষণিকের মোমের আলোর ছোঁয়ায় থাকলে
উপরে সাদা আলোর মাঝেও রঙিন অনুভূতি মনে সুখ এনে দেয় ।
শুধু শুধু আলো আঁধারির রঙিন আলোর মাঝে সুখ খোঁজে
একান্ত নিজের মোমের আলো হারানোর কোনো মানে হয়না।
Leave a Reply