প্রিজমা এক আশ্চর্য রং ফর্সাকারি ক্রিম (*)
উপাদান:
কাচ্চি বিরিয়ানির পাতিলের তলায় জমে থাকা এক কাপ তৈল।
এক চা-চামচ পাটায় পৃষ্ট কাঁচা মরিচ।
এক পোয়া সোডা।
এক মুষ্টি ভীম ওয়াশিং পাউডার।
এক ট্রুথ ব্রাশ পরিমাণ হারপিক।
কীভাবে লাগাবেন:
সকাল ৫টায় ঘুম থেকে উঠে প্রথমে হারপিক দিয়ে আপনার ট্রুথ ব্রাশটা সেরে নিন।
এরপর জীবনের শেষ বারের মত আয়নায় আপনার চেহারাটা একবার দেখে নিন।
এবার বুকের ঠিক মাঝ থেকে একটা বড় নিঃশ্বাস নিয়ে ক্রিমটি নিজ দায়িত্বে মুখে লাগিয়ে নিন।
এরপর গোল গোল করে কাটা বেগুন দিয়ে চোখ দুটো ঢেকে টান-টান করে একটা ঘুম দিন।
ঘুম উঠে পড়ুন ঠিক সকাল ৯ টা ১৩ মিনিটে।
শুকিয়ে যাওয়া ক্রিমকে নরম করতে কেরোসিন ব্যবহারও করতে পারেন। (এটা অপশনাল)
এবার ছাদে গিয়ে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত সূর্যের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকুন।
বাসায় ফিরে ছোট ছুরির শীর্ষভাগ দিয়ে একটু-একটু করে খুঁটে-খুঁটে যত্নের সাথে ক্রিমটি তুলে ফেলুন।
সর্বশেষ সোডার পানি দিয়ে মুখ দিয়ে ফেলুন।
সাবধানতা:
মুখ ধোয়ার তিন-দিন তিন-রাত পর্যন্ত আয়নায় নিজ চেহারা দেখা থেকে বিরত থাকুন।
(* শর্ত প্রযোজ্য)
লেখাটি ০৭ আগষ্ট, ২০১৬ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত
Leave a Reply