রমজানের গান
https://www.facebook.com/haiderduet/videos/2145400138807407/
“Mr. President, Ramadhan Kareem (রমাদান কারিম). I invite you for iftar with me…”
গানটা এই পর্যন্ত আট-দশবার দেখেছি। গানের ভাষাটা হৃদয় ছোঁয়া। দৃশ্যায়ন ছিল জীবন্ত, প্রাণবন্ত। গানে গানে কি বলতে চাচ্ছে ছোট ছেলেটি? কিসের প্রতিবাদ করছে? কাদের ইফতারের জন্য আহ্বান করছে?
তারা এসে দেখে যাক আমাদের ধ্বংসস্তূপের আবাস্থল। আমাদের হুইল চেয়ারে বসা পঙ্গু বাবাকে। আমরা ঘুমাতে পারিনা। চোখ বন্ধ করলে শুনি বোমার শব্দ।
গান দিয়েও এমন ভালো প্রতিবাদ করা যায়। এমনকি সমাজের বাস্তব চিত্র ফুটিয়ে তোলা যায়। যে যার জায়গা থেকে এভাবেই নিজের মত করে মজলুমদের পাশে এসে দাঁড়াক। তুলে ধরুক জালেমদের আসল চিত্র।
মজলুমের ফরিয়াদ আর আল্লাহর মাঝে কোন পর্দা থাকেনা। আল্লাহ তুমিই একমাত্র এই মজলুম নির্যাতিত মানুষের উত্তম সাহায্যকারী।
–রাশেদুল হায়দার
Leave a Reply