শাকিলের প্রতিবন্ধী জীবন
https://www.facebook.com/DailyProthomAlo/videos/333715684084185/
শাকিলের প্রতিবন্ধী জীবন। শিকল বাঁধা জীবন। রাস্তার পাশের খাম্বায় শিকল পায়ে দাঁড়িয়ে থাকে মায়ের অপেক্ষায়। মা মানুষের বাড়িতে কাজে গিয়েছেন। কাজ থেকে ফিরে এসে শাকিলকে খাইয়ে দিবেন। তারপর শিকল খুলে বাড়ি নিয়ে যাবেন।
খুব সামান্য ঘটনা। তবে অনুভূতিতে অনেক…। শাকিলের মা ছাড়া কেউ নেই যার কাছে শাকিলকে রেখে যাওয়া যায়। শাকিল রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে।
আহারে জীবন! নিজের নরম বিছানায় ঘুম আসেনা। কিছুক্ষণ বারান্দায় বসি। এদিক-ওদিক হাঁটি। ইয়ার ফোনে গান শুনি। পৃথিবীতে কত কিছু ঘটে যায় আমার ঘুম আসেনা। কারো বেশি সুখে ঘুম আসেনা, কারো অতি দু:খে।
আমার-আপনার জীবনে অনেক দু:খ! আমার-আপনার দু:খগুলো শাকিলের তুলনায় কি কিছু? আমাদের ঘরে সিলিং ফ্যান আছে এসি নেই, গ্যাসের চুলা আছে মাইক্রোওয়েভ ওভেন নেই, খাট আছে সোফা নেই…। আমাদের শুধু নেই নেই দু:খ।
অথচ আমাদের ঘর আছে। দু:খ লোকানোর মায়ের আচল আছে। আমরা পেট পুরো তিন বেলা খাই। বেড়াতে যাই। তারপরেও আমরা সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করিনা। আল্লাহর দরবারে মাথা নুয়ে বলিনা আল্লাহ তুমি আমাকে অনেক দিয়েছো। আমি অনেক সুখে আছি, শোকর আলহামদুলিল্লাহ।
শাকিল না খেয়েও হাসে। শিকল পায়ে পথ চলে। মাকে পেয়ে জড়িয়ে ধরে।
আমাদের সব থেকেও নেই। আমাদের শুধু পায়েতে শিকল নেই, তবে মনেতে ঠিকই আছে।
লেখা: রাশেদুল হায়দার
ভিডিওটি দৈনিক প্রথম আলো থেকে নেয়া
Leave a Reply