কবিতা রিভিউ: তেজ
কবিতারও রিভিউ লেখা যায়!
এই কবিতা দিয়ে একটা উপন্যাস লেখা সম্ভব বা একটা সিনেমা।
৮ মিনিটের শর্টফিল্ম হয় জানতাম কিন্তু এটা একটা কবিতা!
কবিতাটি ভারতীয় বাংলার এক আঞ্চলিক ভাষায় লেখা। কবিতা শুনে মনে হচ্ছিলো কোন গল্প শুনছি। এরপর কি, এরপর কি? এমন আগ্রহ জন্মাচ্ছিলো।
গ্রামের হত দরিদ্র পরিবারের সন্তান ‘সাঁঝলি’।
তার মা, মায়ের মা, তার মায়ের মা মানুষের ঘরে কাজ করে দুই বেলার খাবার জোটাতো।
সাঁঝলিও কি একই পথে যাবে? মানুষের বাড়ি বাড়ি গিয়ে গতর খাটবে? যাবেই না কেন? এই সমাজ, এই আমরা কি সাঁঝলিদের বেড়ে উঠার পথ সহজ করেছি?
এমন কি করলো সাঁঝলি, যে স্কুলের হেডমাস্টার, রাজনৈতিক নেতা এমন কি মন্ত্রী পর্যন্ত সাঁঝলিদের কুঁড়ে ঘরে চলে এলো…।
কেন? কেন? এমন কি হট্টগোল করে বসলো সাঁঝলি?
ধনী-গরিব, রাজা-প্রজার পার্থক্য ঘুচাতে পারে একটি জিনিস? সে জিনিসটা কি? সেটা হলো লেখাপড়া।
শেষ পর্যন্ত হয়তো আপনারও চোখের পানি আসবে উপস্থাপিকার মত।
তবে ক্রেডিট অর্ধেক দিতে হবে অবশ্যই পাঠিকা ‘মেধা বন্দ্যোপাধ্যায়’কে। তিনি যেভাবে কবিতাটি উপস্থাপন করলেন মনে হচ্ছে, মঞ্চ অভিনয় করছেন।
চলুন শোনা যাক কবিতাটি।
কবিতা: #তেজ
কবি: #দেবব্রত_সিংহ
আবৃত্তি: #মেধা_বন্দ্যোপাধ্যায়
রিভিউ: রাশেদুল হায়দার
https://www.facebook.com/haiderduet/videos/2546454018702015/
Leave a Reply