বেহুঁশ গল্প ২
গত রমজানে একটা গল্প বলেছিলাম:
এক লোক নিজ স্ত্রী নিয়ে ক্লিন সেভ করে শপিং করতে বের হয়েছে। সে লোকের দাড়ি-গোঁফ গজিয়েছে তারপরেও শপিং শেষ হয়নি!
আশ্চর্য ব্যাপার হলো সে লোক এই রমজানে কোলে ৬ মাসের এক বাচ্চা নিয়ে স্ত্রীর হাত ধরে ঘরে ফিরেছে। ঘরের কলিং বেল বাজাতেই ঘরের দরজা খুললো ওই লোকের মা।
মা অবাক হয়ে বলতেছে, “ও বাবা! তুই এই এক বছর কই ছিলি? আমরা তো ধরে নিয়েছি তুই ‘সুমালিয়ার যুদ্ধে’ গিয়ে শহীদ হয়েছিস।”
না মা। আমি বেঁচে আছি। আমি গত এক বছর ধরে তোমার ছেলের বউয়ের শপিং লিস্ট ধরে-ধরে বাজেট মিলিয়ে-মিলিয়ে মার্কেট ঘুরে-ঘুরে শপিং করেছি। তাই আমার ঘরে ফিরতে এত দেরি, মা!
মা আবার অবাক হয়ে বলেতেছে, “ওরে হতচ্ছাড়া! সেটা না হয় বুঝলাম। কিন্তু তুই এটা কি করিছিস? এটা কার বউয়ের হাত ধরে ঘরে এনেছিস? এ তো তুর বউ নারে… পাগলা! তুর বউ তো এখনো মার্কেটে রয়ে গেছেরে…!
তারপর মা ছেলের ধরে আনা ওই মহিলার দিকে তাকিয়ে মহিলাকে বকাঝকা দিয়ে বলতেছে, “ওরে হতচ্ছেড়ি! আমার ছেলে না হয় বেদিশা হয়ে নিজ বউ মনে করে তোমারে ধরে ঘরে নিয়ে এনেছে। তুমিও কি অন্ধ নাকি যে, তুমিও তাকে চিনতে পারো নাই!!”
মা মা! আমাকে মেনে নিন! আমিও শপিং করতে করতে নিজ স্বামীকে হারিয়ে ফেলেছি! আর আপনার ছেলের হাতে এত এত শপিং দেখে নিজিকে আর সামলিয়ে রাখতে পারিনি!
নিজ বউকে হারিয়েছি। অন্য কার বউকে ঘরে তুলে এনেছি। কখন যে কার ৬ মাসের বাচ্চাকে কোলে তুলে নিয়েছি?
এসব আমি কি করেছি…? এখন আমার কি হবে…?
এখন এসব বলে বলে ওই স্বামী বারবার বেহুঁশ হয়ে যাচ্ছে!!
— রাশেদুল হায়দার
Leave a Reply