পেঁয়াজ নট আউট ২০০!!

পেঁয়াজের শোকে ঘুম আসে না, একলা জেগে রই…

মাগো আমার সর্ষে বাটা ইলিশ মামা কই!

ইলিশ মামা বেড়াতে গিয়েছে পাশের গ্রামে। মামা একলা বিমানে ফেরত এসেছে, মামি আসেনি।

স্বর্ণের চালানের মতো এয়ারপোর্টে লাগেজভর্তি পেঁয়াজ ধরা পড়ছে। পেঁয়াজের দাম এখন স্বর্ণের থেকেও কোনো অংশে কম নয়। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, পেঁয়াজের চেয়ে আপেলের দাম কম। তাই বাসাবাড়িতে বেড়াতে যাওয়ার সময় আপেলের পরিবর্তে পেঁয়াজ নিতে উত্সাহিত করা হচ্ছে। ডিমের মতো হালিতে এবং মিষ্টি কুমড়ার মতো ফালিতে পেঁয়াজ কেনার নিত্যনতুন অফার দিচ্ছে সুপার শপগুলো। গ্রাহকের মোবাইলে এখন মেসেজ আসে, ১ হাজার টাকার বাজার করলে পেঁয়াজ ১০% ডিসকাউন্টে।

মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরি করে যেমন সম্মানিত হয়েছেন, পেঁয়াজ অপরাজিত ডাবল সেঞ্চুরি করে মুশফিকুর রহিমকেও সম্মানের দিক দিয়ে ছাড়িয়ে গেছেন। পেঁয়াজ নিয়ে ডোনাল্ড ট্রাম্প থেকে বারাক ওবামা পর্যন্ত সবাই সমানভাবে চিন্তিত।

কিছু ব্যাচেলর ছেলেপুলে পেঁয়াজের দাম না কমা পর্যন্ত বিয়াশাদি করবে না বলে পণ করেছেন। অবিবাহিত বালিকার বাবারা পেঁয়াজ কিনতে সামর্থ্য রাখেন, এমন বালেক ছেলেদের বিয়ের জন্য পছন্দ করছেন। বিয়ের সময় বর-কনের পেঁয়াজ খচিত আংটি বদলও দেখা গেছে।

এই পেঁয়াজের সাম্রাজ্যে শুধুই পেঁয়াজেরই দাম আছে, এই সাম্রাজ্যে রসুনের মতো গরিবদের কোনো দাম নেই।

দিনদিন পেঁয়াজের কাছে ছোট হয়ে যাচ্ছে গৃহকর্তা স্বামীরা। নামীদামি পেঁয়াজের সঙ্গে নিজেদের তুলনা শুনতে শুনতে লজ্জায় স্বামীর মাথা কাটা যাচ্ছে। ঘরের বউ বলছে কাতান শাড়ি তো আর কিনে দিতে বলিনি, এক কেজি পেঁয়াজ কিনে দিতে বলেছি। পেঁয়াজের দুনিয়ায় গরু, খাসি, দেশি মুরগি—সব যেন পেঁয়াজের ঝাঁজে কাঁদছে। পাকিস্তানি মুরগির সঙ্গে ভারতীয় পেঁয়াজের বহুকালের সম্পর্কে চিড় ধরেছে।

আজ আকাশে বাতাসে এ যেন এক হতাশার ধোঁয়া। আকাশের নীল রঙের সঙ্গে আজ পেঁয়াজ যেন এক রক্তিম চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে জিততে হবে। পেঁয়াজের সঙ্গে হার মানা চলবে না, চলবে না…।

লেখাটি ২০১৯ সালের ০৮ই ডিসেম্বর দৈনিক ইত্তেফাকের ফিচার পাতা ঠাট্টায় প্রকাশিত।

Comments are closed.

Recent Post

শুভ জন্মদিন ২০২২

আজ আমার তেত্রিশ মতান্তরে পঁয়ত্রিশতম শুভ জন্মদিন! (বয়সে করোনাকালিন হিসেব বাদ দেয়া হয়েছে) ছবিটি আনুমানিক ২০ বছর আগের হারিকেন জমানার। ছত্রিশ ফিল্মের কোডাক ক্যামেরার। মেঘে মেঘে বয়স তো আর কম হলো না। সেই ১৫ টাকা সের চাল সময়কার ছেলে আমি। ৪০ টাকা নিয়ে বাজারে যেতাম। এর মধ্যে মাছ-তরকারি, মুদি সদায় সহ দুই টাকা বাঁচিয়ে .....

বই: প্রোডাক্টিভ মুসলিম

বইটি পড়ে কিছু ব্যাপারে আচার্য হয়েছি। বইটি হাতে নিয়ে পড়ার আগে মনে করেছিলাম, এর ভিতরে লেখা থাকবে শুধু কাজ আর কাজ। কিসের ঘুম, কিসের বিশ্রাম আর কিসের অবসর। হয়তো বলা থাকবে, এই দুনিয়াতে কি শুধু ঘুমাতে আসছেন। শুধু কাজ করেন আর অন্য কিছু নয়। পরবর্তীতে ঘুমের উপর চ্যাপ্টার পড়ে আরও বেশি আচার্য হয়েছি যে, .....

বই: ইন দ্য হ্যান্ড অব তা-লে-বা-ন

১১ সেপ্টেম্বর, ২০০১। মঙ্গলবার। নিউইয়র্ক-বাসীর সকালটা শুরু হয় অন্যান্য দিনের মত! সময়ের সাথে তাল মিলিয়ে চলা নিউইয়র্কের লোকজন খুব সকালে উঠে যার যার অফিস শুরু করেছে। প্রতিদিনকার সকালের মত হয়তো কেউ কেউ চা-কপি দিয়ে মাত্র অফিস ডেক্সে ওইদিনের মত নিজেকে সেট করে নিচ্ছে। পৃথিবীকে নাড়া দিতে যাচ্ছে এমন কোন ঘটনা ঘটতে চলেছে তখনও এই .....

বই: ফজর আর করব না কাজা!

আসসালাতু খাইরুম মিনান নাউম! মাত্র ফজরের আজান হয়েছে। সামনের বাসার আঙ্কেলের বড় গেটের তালা খোলার খটখট আওয়াজ। তারপর আমার মোবাইলের এক নাম্বার এলার্ম ভেজে উঠলো। একরাশ বিরক্তিসহ এলার্ম বন্ধ করলাম। এই আলতো ঘুমের এমন ঝনঝন তালা খোলার শব্দ আর এলার্মের এমন ভিট-ঘুটে আওয়াজ সত্যিই বিরক্তিকর ছিলো। তারপর কোন রকম উঠে দায়সারা ভাবে নামাজ ঘরে .....

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ রিভিউ: এ আমি কি দেখলাম?

অফিস থেকে মনে হয় একটু তাড়াহুড়া করেই বের হয়েছি। আজকে বাংলাদেশের চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার সাথে খেলা। কয়দিন আগেও এই অস্ট্রেলিয়াকে মিরপুরের মাঠে আমরা কচুকাটা করেছি। সেই হিসেব মতে আজ একটা হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করবো। টানটান উত্তেজনা থাকবে। বাংলাদেশ হাড় কাঁপানো ব্যাটিং করবে। মাঠ কাঁপানো ফিল্ডিং করবে। টানটান করে বাউন্ডারি হাঁকাবে। দর্শক সাড়ি থেকে বাংলাদেশ! .....

নাফাখুম জলপ্রপাত – নেটওয়ার্কের বাইরে একদিন

আজকে যাবো। কালকে যাবো। এই বর্ষায় যাবো। এমন করতে করতে এক ট্যুরের প্ল্যান চলে প্রায় দুই বছর ধরে। এর মধ্যে করোনা। লকডাউন। শাটডাউন। মাস্ক। স্যানিটাইজার ইত্যাদি ইত্যাদি পৃথিবীতে নতুন করে আগমন করেছে। অন্যদিকে নাই হয়ে গেছে অনেক পরিচিত মানুষ, বন্ধুবান্ধব, আত্মীয়-অনাত্মীয়। প্রতি বছর একটা জংলী ট্যুর দেয়ার ইচ্ছে থাকে। বড়সড় একটু গ্রুপ করে কোন .....

All Post