It’s a Wonderful Life (1946)
আপনার জীবনের মূল্য কত?
এই যে পৃথিবীতে এতো এতো কিছু করছেন। আপনাকে ছাড়া আপনার অফিস চলে না। একদিন আপনি পরিবারের কাছে না গেলে পরিবারে আনন্দ থাকে না। যে কাছের বন্ধুর সাথে আড্ডা না দিলে ওই বন্ধু আপনার উপর রাগ করে।
এখন ভাবুনতো। কি হতো? যদি শুরু থেকে আপনি না থাকতেন। যদি সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টিই না করতেন? সবাই কি আপনাকে এখনকার মতো অনেক মিস করতো? নাকি অন্য কিছু?
কি হতো? এটা বুঝার জন্য একটু কল্পনার জগত থেকে ঘুরে আসতে হবে!
ধরুন, আপনি এই পৃথিবীতে কখনোই ছিলেন না। এখন মাত্র পৃথিবীতে আসলেন। এসেই চলে গেলেন আপনার বর্তমান সবচেয়ে কাছের বন্ধুর সাথে আড্ডা দিতে। তারপর একে একে গেলেন পাশের দোকানদারের কাছে যার থেকে আপনি প্রতিদিনই সদাইপাতি কিনতেন। তারপর আপনার ড্রাইভার যে আপনাকে অফিসে নিয়ে যেতো। এবং সর্বশেষ গেলেন আপনার পরিবারের কাছে। আপনার স্ত্রী-সন্তান, আপনার মা-বাবার কাছে।
কেউ কি আপনার সাথে ভালো করে কথা বলবে? আপনাকে আপন ভাববে? আপনার বন্ধু অপরিচিত ভেবে আপনাকে তেমন পাত্তা দিবে না। আপনার ড্রাইভার আপনাকে অফিসের স্যার বলে ডাকবে না। আপনার স্ত্রী-পরিজন আপনাকে দেখে নিজেদের লুকাবে। সন্তানদের আপন করে কোলে নিতে চাইলে তারা কান্না করে দূরে সরে যাবে।
এমন একটা থিম থেকে এই মুভিটা তৈরি। জীবের মূল্য বুঝার জন্যে এই মুভিটা মাষ্টওয়ার্চ টাইপের।
কাছের বন্ধুর প্রতারণা। ব্যবসায়িক লস। বিশাল ঋণের বোঝা। পারিবারিক বাদানুবাদ সব কিছু থেকে হতাশ এক ব্যক্তি গেলো আত্মহত্যা করতে। সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত এই সুন্দর জীবনকে সে আত্মহত্যা করে নষ্ট করছে (?)। তারপর হ্যাভেন থেকে একজন এঞ্জেল আসলো তাকে জীবনের মূল্য বুঝানোর জন্য। এরপর.. এরপর..।
উফ!আর বলা যাচ্ছে না! বাকীটা আপনারা দেখে নেন।
আপনার জীবনে একটি একটি করে হতাশার যে সিঁড়ির পর সিঁড়ি তৈরি করেছেন। প্রতিদিন হাজারো স্বপ্নের জলাঞ্জলিতে আপনার আর বাঁচতে ইচ্ছে করে না। বেঁচে আর কি হবে? কি পেয়েছি এই জীবনে? শুধু হতাশা! ক্ষতি! প্রতারণা! কলহ ছাড়া! এই মুভি দেখলে আপনি জীবনকে নতুন করে মূল্যায়ন করতে শিখবেন। এসব হতাশার উত্তর পেয়ে যাবেন।
আসলেই, জীবনের মূল্যের সাথে অন্য কিছু তুলনা করলে চলে না। ব্যবসায়িক লস। পারিবারিক কলহ। প্রেমে ছেঁকা। বেকার জীবন। ক্যারিয়ারে ফ্লপ। প্রিয়জন হারানো। বিবাহ বিচ্ছেদ। এসব কিছুতে দু:খ আছে ঠিকই। কিন্তু এসব কোন দু:খ চিরদিনের জন্য নয়। আপনার মূল্যবান জীবনকে এসব কিছু দিয়ে তুলনা করলে চলে না। পৃথিবীতে এমন কোন ব্যক্তি কি আছে? যার জীবনে এমন এক বা একাধিক ঘটনা, দু:ঘটনা বা দু:খ আসেনি? আসল কথা হলো অন্য সবকিছুর জন্য আপনার জীবন না বরং এই জীবনের জন্য অন্যসব কিছু হতে পারে।
মনে রাখবেন, আপনার এই জীবনই আপনার জন্য স্রষ্টার দেয়া একটা উপহার। এই জীবনকে ভালোবাসুন। পৃথিবীর অন্য কিছুর জন্যে এই জীবনকে নষ্ট করা মানে স্রষ্টা যে আপনাকে সৃষ্টি করেছেন তার অকৃতজ্ঞতা করা।
উপদেশ বেশি দেয়া হয়ে গেছে ভাববেন না! এই মুভি দেখার পর আমি তিন পৃষ্ঠা লিখেছিলাম। সেখান থেকে কাটছাট করে পাঠকদের পড়ার সুবিধার্থে সংক্ষিপ্তাকারে এই রিভিউ দেয়া হলো। হাহা..। ধন্যবাদ ধৈয্য নিয়ে পড়ার জন্য।
রিভিউ: রাশেদুল হায়দার
মুভি: It’s a Wonderful Life (1946)
শুধু গরিবদের জন্য সাময়িকভাবে ডাউনলোড লিঙ্ক দেয়া হলো- https://drive.google.com/drive/folders/1nqiY9jmidczCbkaIOx2MBQF7QVIBvEtP?usp=sharing