It’s a Wonderful Life (1946)

আপনার জীবনের মূল্য কত?

এই যে পৃথিবীতে এতো এতো কিছু করছেন। আপনাকে ছাড়া আপনার অফিস চলে না। একদিন আপনি পরিবারের কাছে না গেলে পরিবারে আনন্দ থাকে না। যে কাছের বন্ধুর সাথে আড্ডা না দিলে ওই বন্ধু আপনার উপর রাগ করে।

এখন ভাবুনতো। কি হতো? যদি শুরু থেকে আপনি না থাকতেন। যদি সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টিই না করতেন? সবাই কি আপনাকে এখনকার মতো অনেক মিস করতো? নাকি অন্য কিছু?

কি হতো? এটা বুঝার জন্য একটু কল্পনার জগত থেকে ঘুরে আসতে হবে!

ধরুন, আপনি এই পৃথিবীতে কখনোই ছিলেন না। এখন মাত্র পৃথিবীতে আসলেন। এসেই চলে গেলেন আপনার বর্তমান সবচেয়ে কাছের বন্ধুর সাথে আড্ডা দিতে। তারপর একে একে গেলেন পাশের দোকানদারের কাছে যার থেকে আপনি প্রতিদিনই সদাইপাতি কিনতেন। তারপর আপনার ড্রাইভার যে আপনাকে অফিসে নিয়ে যেতো। এবং সর্বশেষ গেলেন আপনার পরিবারের কাছে। আপনার স্ত্রী-সন্তান, আপনার মা-বাবার কাছে।

কেউ কি আপনার সাথে ভালো করে কথা বলবে? আপনাকে আপন ভাববে? আপনার বন্ধু অপরিচিত ভেবে আপনাকে তেমন পাত্তা দিবে না। আপনার ড্রাইভার আপনাকে অফিসের স্যার বলে ডাকবে না। আপনার স্ত্রী-পরিজন আপনাকে দেখে নিজেদের লুকাবে। সন্তানদের আপন করে কোলে নিতে চাইলে তারা কান্না করে দূরে সরে যাবে।

এমন একটা থিম থেকে এই মুভিটা তৈরি। জীবের মূল্য বুঝার জন্যে এই মুভিটা মাষ্টওয়ার্চ টাইপের।

কাছের বন্ধুর প্রতারণা। ব্যবসায়িক লস। বিশাল ঋণের বোঝা। পারিবারিক বাদানুবাদ সব কিছু থেকে হতাশ এক ব্যক্তি গেলো আত্মহত্যা করতে। সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত এই সুন্দর জীবনকে সে আত্মহত্যা করে নষ্ট করছে (?)। তারপর হ্যাভেন থেকে একজন এঞ্জেল আসলো তাকে জীবনের মূল্য বুঝানোর জন্য। এরপর.. এরপর..।

উফ!আর বলা যাচ্ছে না! বাকীটা আপনারা দেখে নেন।

আপনার জীবনে একটি একটি করে হতাশার যে সিঁড়ির পর সিঁড়ি তৈরি করেছেন। প্রতিদিন হাজারো স্বপ্নের জলাঞ্জলিতে আপনার আর বাঁচতে ইচ্ছে করে না। বেঁচে আর কি হবে? কি পেয়েছি এই জীবনে? শুধু হতাশা! ক্ষতি! প্রতারণা! কলহ ছাড়া! এই মুভি দেখলে আপনি জীবনকে নতুন করে মূল্যায়ন করতে শিখবেন। এসব হতাশার উত্তর পেয়ে যাবেন।

আসলেই, জীবনের মূল্যের সাথে অন্য কিছু তুলনা করলে চলে না। ব্যবসায়িক লস। পারিবারিক কলহ। প্রেমে ছেঁকা। বেকার জীবন। ক্যারিয়ারে ফ্লপ। প্রিয়জন হারানো। বিবাহ বিচ্ছেদ। এসব কিছুতে দু:খ আছে ঠিকই। কিন্তু এসব কোন দু:খ চিরদিনের জন্য নয়। আপনার মূল্যবান জীবনকে এসব কিছু দিয়ে তুলনা করলে চলে না। পৃথিবীতে এমন কোন ব্যক্তি কি আছে? যার জীবনে এমন এক বা একাধিক ঘটনা, দু:ঘটনা বা দু:খ আসেনি? আসল কথা হলো অন্য সবকিছুর জন্য আপনার জীবন না বরং এই জীবনের জন্য অন্যসব কিছু হতে পারে।

মনে রাখবেন, আপনার এই জীবনই আপনার জন্য স্রষ্টার দেয়া একটা উপহার। এই জীবনকে ভালোবাসুন। পৃথিবীর অন্য কিছুর জন্যে এই জীবনকে নষ্ট করা মানে স্রষ্টা যে আপনাকে সৃষ্টি করেছেন তার অকৃতজ্ঞতা করা।

উপদেশ বেশি দেয়া হয়ে গেছে ভাববেন না! এই মুভি দেখার পর আমি তিন পৃষ্ঠা লিখেছিলাম। সেখান থেকে কাটছাট করে পাঠকদের পড়ার সুবিধার্থে সংক্ষিপ্তাকারে এই রিভিউ দেয়া হলো। হাহা..। ধন্যবাদ ধৈয্য নিয়ে পড়ার জন্য।

রিভিউ: রাশেদুল হায়দার

মুভি: It’s a Wonderful Life (1946)

শুধু গরিবদের জন্য সাময়িকভাবে ডাউনলোড লিঙ্ক দেয়া হলো- https://drive.google.com/drive/folders/1nqiY9jmidczCbkaIOx2MBQF7QVIBvEtP?usp=sharing

আমার লেখা আরও মুভি রিভিউ পড়তে একবার ঘুরে আসুন

Comments are closed.

Recent Post

শুভ জন্মদিন ২০২২

আজ আমার তেত্রিশ মতান্তরে পঁয়ত্রিশতম শুভ জন্মদিন! (বয়সে করোনাকালিন হিসেব বাদ দেয়া হয়েছে) ছবিটি আনুমানিক ২০ বছর আগের হারিকেন জমানার। ছত্রিশ ফিল্মের কোডাক ক্যামেরার। মেঘে মেঘে বয়স তো আর কম হলো না। সেই ১৫ টাকা সের চাল সময়কার ছেলে আমি। ৪০ টাকা নিয়ে বাজারে যেতাম। এর মধ্যে মাছ-তরকারি, মুদি সদায় সহ দুই টাকা বাঁচিয়ে .....

বই: প্রোডাক্টিভ মুসলিম

বইটি পড়ে কিছু ব্যাপারে আচার্য হয়েছি। বইটি হাতে নিয়ে পড়ার আগে মনে করেছিলাম, এর ভিতরে লেখা থাকবে শুধু কাজ আর কাজ। কিসের ঘুম, কিসের বিশ্রাম আর কিসের অবসর। হয়তো বলা থাকবে, এই দুনিয়াতে কি শুধু ঘুমাতে আসছেন। শুধু কাজ করেন আর অন্য কিছু নয়। পরবর্তীতে ঘুমের উপর চ্যাপ্টার পড়ে আরও বেশি আচার্য হয়েছি যে, .....

বই: ইন দ্য হ্যান্ড অব তা-লে-বা-ন

১১ সেপ্টেম্বর, ২০০১। মঙ্গলবার। নিউইয়র্ক-বাসীর সকালটা শুরু হয় অন্যান্য দিনের মত! সময়ের সাথে তাল মিলিয়ে চলা নিউইয়র্কের লোকজন খুব সকালে উঠে যার যার অফিস শুরু করেছে। প্রতিদিনকার সকালের মত হয়তো কেউ কেউ চা-কপি দিয়ে মাত্র অফিস ডেক্সে ওইদিনের মত নিজেকে সেট করে নিচ্ছে। পৃথিবীকে নাড়া দিতে যাচ্ছে এমন কোন ঘটনা ঘটতে চলেছে তখনও এই .....

বই: ফজর আর করব না কাজা!

আসসালাতু খাইরুম মিনান নাউম! মাত্র ফজরের আজান হয়েছে। সামনের বাসার আঙ্কেলের বড় গেটের তালা খোলার খটখট আওয়াজ। তারপর আমার মোবাইলের এক নাম্বার এলার্ম ভেজে উঠলো। একরাশ বিরক্তিসহ এলার্ম বন্ধ করলাম। এই আলতো ঘুমের এমন ঝনঝন তালা খোলার শব্দ আর এলার্মের এমন ভিট-ঘুটে আওয়াজ সত্যিই বিরক্তিকর ছিলো। তারপর কোন রকম উঠে দায়সারা ভাবে নামাজ ঘরে .....

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ রিভিউ: এ আমি কি দেখলাম?

অফিস থেকে মনে হয় একটু তাড়াহুড়া করেই বের হয়েছি। আজকে বাংলাদেশের চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার সাথে খেলা। কয়দিন আগেও এই অস্ট্রেলিয়াকে মিরপুরের মাঠে আমরা কচুকাটা করেছি। সেই হিসেব মতে আজ একটা হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করবো। টানটান উত্তেজনা থাকবে। বাংলাদেশ হাড় কাঁপানো ব্যাটিং করবে। মাঠ কাঁপানো ফিল্ডিং করবে। টানটান করে বাউন্ডারি হাঁকাবে। দর্শক সাড়ি থেকে বাংলাদেশ! .....

নাফাখুম জলপ্রপাত – নেটওয়ার্কের বাইরে একদিন

আজকে যাবো। কালকে যাবো। এই বর্ষায় যাবো। এমন করতে করতে এক ট্যুরের প্ল্যান চলে প্রায় দুই বছর ধরে। এর মধ্যে করোনা। লকডাউন। শাটডাউন। মাস্ক। স্যানিটাইজার ইত্যাদি ইত্যাদি পৃথিবীতে নতুন করে আগমন করেছে। অন্যদিকে নাই হয়ে গেছে অনেক পরিচিত মানুষ, বন্ধুবান্ধব, আত্মীয়-অনাত্মীয়। প্রতি বছর একটা জংলী ট্যুর দেয়ার ইচ্ছে থাকে। বড়সড় একটু গ্রুপ করে কোন .....

All Post