ঈদ পরবর্তী হালচাল
মুরগি-পোলাও আর বিরানির বদ হজমের ঢেকুর এখনো যায় নাই সাথে মাঝে মাঝে পেটের ঘুটঘুট পুটপুট গর্জন অনেকটা ATM থেকে টাকা গণনার আওয়াজের মত। মানি ব্যাগের স্বাস্থ্য শারিরিক অবস্থা থেকেও খারাপ। ব্যাগের স্বাস্থ্য হানি হয়ে ব্যাগ স্লিম ফিগারের হয়ে গেছে। ATM থেকে টাকার পরিবর্তে বেরিয়েছে ঝাপসা কাগজ যাতে স্পষ্ট লেখা আপনার জন্য এই সাদা কাগজ .....