বই পড়ার আগের কথা!
ইন দ্য হ্যান্ড অব তা*লে*বা*ন (In The Hand of Ta*li*ban) বইটি পড়া শুরু করলাম।
বইটি কিনেছি আরও তিন বছর আগে। এতদিন পড়ব পড়ব বলে রেখে দিয়েছিলাম। বিশেষ করে এই ধরনের ঘটনাবহুল বই বা জীবনী টাইপের বই আমি একটু অফপিক সময় পড়ার চেষ্টা করি। যেমন, সেই সময় বিশেষ করে কোথাও বেড়াতে গেলে বা ভ্রমণ-কালীন ট্রেনে-বাসে।
কারণ, ভ্রমণ-কালীন কোন সিরিয়াস টাইপের বই বা যে বই বুঝে পড়তে হয় এমন বই না পড়ে যে বই পড়তে তেমন মনোযোগ দরকার হয় না বা একটু পড়লে আরও পড়তে মন চাই বা একটা ঘটনার পর অন্য ঘটনা চলে আসে সোজা কথায় গল্প-টাইপের।
বইটি পড়ার যথা-উপযুক্ত সময় মনে হয় এখনই। তা*লে*বা*ন কি? কেন? কারা? হয়তো এই বইয়ে এর উত্তর থাকবে না কিন্তু লেখিকার এগার দিনের বর্ণনায় হয়তো তা*লে*বা*নদের পক্ষে-বিপক্ষে কিছু থাকতে পারে।
তা*লে*বা*ন নিয়ে হাজার কিলোমিটার দুরের বিবিসি বা সিএনএন এর সত্য/মিথ্যা হাজার নিউজ দেখার চেয়ে মনে হয় স্বচক্ষে দেখা কারও বর্ণনার এমন একটা বই পড়া ভাল এবং যৌক্তিক।
বর্তমানে আফগানিস্তানের মেয়েরা স্বাধীনভাবে স্কুল যেতে পারবে কিনা সেটা নিয়ে বিবিসি-সিএনএন এবং আমাদের দেশিয় মিডিয়া যতগুলো নিউজ করেছে বা তারা যতটা টেনশন আর আবেগপ্রবণ হয়েছে দেখলাম সেই দিক বিবেচনায় গত বিশ-বছরে আমেরিকার দখলদার বাহিনীর বোমে যতগুলো স্কুল উড়ে গেছে মানুষের ঘরবাড়ি উড়ে গেছে তার জন্য তারা ততগুলো নিউজ করেছে বা ততটা টেনশন আর আবেগপ্রবণ হয়েছে কিনা আমার সন্দেহ!
— রাশেদুল হায়দার
২০ আগস্ট, ২০২১।
Leave a Reply