সবার ঈদ এক না

সবার ঈদ এক না
যে মানুষ ঈদে বাড়ি ফিরবে বলে কথা দিয়ে লাশ হয়ে ফিরলো।
তার পরিবারের ঈদ কি আনন্দের?
তার মা কি ঈদের দিন ফিরনি-জর্দা-সেমাই রাঁধবে?
তার ছেলে-পুলে কি নতুন কাপড় পরবে?

যে শ্রমিক মজুরি না পেয়ে হতাশ হয়ে আকাশে তাকিয়ে আল্লাহকে সাক্ষী রাখছে।
সেই ঈদের আনন্দ তো চাপা চোখের আনন্দে মিশে আছে।
তার ছেলে-মেয়ের সেই আনন্দের অপেক্ষা কি ফুরাবে?

যার বাবা হাসপাতালে অক্সিজেন লাগিয়ে শয্যাশায়ী।
বাবার দেখাশোনায় যার ঈদের চাঁদ রাত্রি কাটবে হাসপাতালের বারান্দায় ফ্লোরে শুয়ে।
তাকে কি খুব সুখের ঈদ মোবারক বলা যায়?

বিনা দোষে যে মানুষ পুলিশ কাস্টডিতে বন্দি আছে,
বিনা বিচারে হাজতবাসে ধুকছে দিনের পর দিন।
তাকে কি ঈদের শুভেচ্ছা বার্তা কার্ড কি দেয়া যায়?

যে রিক্সা চালক করিম মিয়া যার টিনের ঘর আপনার আট তলা জানালা দিয়ে দেখা যায়।
ওই জানালা দিয়ে আপনার ছেলের ফেলা চিপসের প্যাকেট জোড়া দিয়ে দিয়ে যার ছেলে ঘুড়ি বানায়।
সেই ছেলের সাথে কি আপনার ছেলে কখনো ঈদের কোলাকুলি করবে?

যে প্রবাসী ভাই ঈদের দিনও কাজ থেকে ফিরে খালি গায়ে ফ্লোরে শুয়ে বাড়িতে ইমুতে কল দিয়ে জিজ্ঞাসা করে তোমরা কি ঈদের জন্য কিছু কিনেছ?
সেই প্রবাসী ভাইয়ের ঈদ আর আমাদের ব্যান্ডের দামী পাঞ্জাবি পড়া ঈদ দু’টি কি এক?

আবার ধরেন, যে সারা রমজান নামাজ-রোযার ধার ধারল না।
ঈদের দিনের সেমাই-ফিরনির সেই সমান স্বাদ কি সে পাবে,
যে পুরো মাস না খেয়ে কষ্ট করে ঈদের আনন্দের অপেক্ষা করেছে?

আবার ওই ফিলিস্তিনি শিশুর কথায় ধরেন,
যে বেলুনের পরিবর্তে ইসরায়েলিদের ছোড়া গুলির খোসা নিয়ে খেলছে!
সিজদারত সেই ফিলিস্তিনি ভাই, যে তিনবার “সুবহানা-রাব্বিয়াল-আলা” পড়ে শেষ করতে পারবে কিনা নিশ্চিত নয়।
সেই বাবা, যে রুকু থেকে মাথা তুলে আকাশ দেখবে নাকি তার আগেই মাথায় গুলি লেগে লাশ হবে।
সেই মা, যার ছেলেকে নতুন কাপড়ের পরিবর্তে সাদা কাপড় পড়ানো হবে।

তাদেরকে ঈদের আনন্দের কথা জিজ্ঞাসা করাই তো এক প্রকারের অমানবিকতা!

Comments are closed.

Recent Post

শুভ জন্মদিন ২০২২

আজ আমার তেত্রিশ মতান্তরে পঁয়ত্রিশতম শুভ জন্মদিন! (বয়সে করোনাকালিন হিসেব বাদ দেয়া হয়েছে) ছবিটি আনুমানিক ২০ বছর আগের হারিকেন জমানার। ছত্রিশ ফিল্মের কোডাক ক্যামেরার। মেঘে মেঘে বয়স তো আর কম হলো না। সেই ১৫ টাকা সের চাল সময়কার ছেলে আমি। ৪০ টাকা নিয়ে বাজারে যেতাম। এর মধ্যে মাছ-তরকারি, মুদি সদায় সহ দুই টাকা বাঁচিয়ে .....

বই: প্রোডাক্টিভ মুসলিম

বইটি পড়ে কিছু ব্যাপারে আচার্য হয়েছি। বইটি হাতে নিয়ে পড়ার আগে মনে করেছিলাম, এর ভিতরে লেখা থাকবে শুধু কাজ আর কাজ। কিসের ঘুম, কিসের বিশ্রাম আর কিসের অবসর। হয়তো বলা থাকবে, এই দুনিয়াতে কি শুধু ঘুমাতে আসছেন। শুধু কাজ করেন আর অন্য কিছু নয়। পরবর্তীতে ঘুমের উপর চ্যাপ্টার পড়ে আরও বেশি আচার্য হয়েছি যে, .....

বই: ইন দ্য হ্যান্ড অব তা-লে-বা-ন

১১ সেপ্টেম্বর, ২০০১। মঙ্গলবার। নিউইয়র্ক-বাসীর সকালটা শুরু হয় অন্যান্য দিনের মত! সময়ের সাথে তাল মিলিয়ে চলা নিউইয়র্কের লোকজন খুব সকালে উঠে যার যার অফিস শুরু করেছে। প্রতিদিনকার সকালের মত হয়তো কেউ কেউ চা-কপি দিয়ে মাত্র অফিস ডেক্সে ওইদিনের মত নিজেকে সেট করে নিচ্ছে। পৃথিবীকে নাড়া দিতে যাচ্ছে এমন কোন ঘটনা ঘটতে চলেছে তখনও এই .....

বই: ফজর আর করব না কাজা!

আসসালাতু খাইরুম মিনান নাউম! মাত্র ফজরের আজান হয়েছে। সামনের বাসার আঙ্কেলের বড় গেটের তালা খোলার খটখট আওয়াজ। তারপর আমার মোবাইলের এক নাম্বার এলার্ম ভেজে উঠলো। একরাশ বিরক্তিসহ এলার্ম বন্ধ করলাম। এই আলতো ঘুমের এমন ঝনঝন তালা খোলার শব্দ আর এলার্মের এমন ভিট-ঘুটে আওয়াজ সত্যিই বিরক্তিকর ছিলো। তারপর কোন রকম উঠে দায়সারা ভাবে নামাজ ঘরে .....

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ রিভিউ: এ আমি কি দেখলাম?

অফিস থেকে মনে হয় একটু তাড়াহুড়া করেই বের হয়েছি। আজকে বাংলাদেশের চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার সাথে খেলা। কয়দিন আগেও এই অস্ট্রেলিয়াকে মিরপুরের মাঠে আমরা কচুকাটা করেছি। সেই হিসেব মতে আজ একটা হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করবো। টানটান উত্তেজনা থাকবে। বাংলাদেশ হাড় কাঁপানো ব্যাটিং করবে। মাঠ কাঁপানো ফিল্ডিং করবে। টানটান করে বাউন্ডারি হাঁকাবে। দর্শক সাড়ি থেকে বাংলাদেশ! .....

নাফাখুম জলপ্রপাত – নেটওয়ার্কের বাইরে একদিন

আজকে যাবো। কালকে যাবো। এই বর্ষায় যাবো। এমন করতে করতে এক ট্যুরের প্ল্যান চলে প্রায় দুই বছর ধরে। এর মধ্যে করোনা। লকডাউন। শাটডাউন। মাস্ক। স্যানিটাইজার ইত্যাদি ইত্যাদি পৃথিবীতে নতুন করে আগমন করেছে। অন্যদিকে নাই হয়ে গেছে অনেক পরিচিত মানুষ, বন্ধুবান্ধব, আত্মীয়-অনাত্মীয়। প্রতি বছর একটা জংলী ট্যুর দেয়ার ইচ্ছে থাকে। বড়সড় একটু গ্রুপ করে কোন .....

All Post