রমজান যে চলে গেলো আপসোস কি হয়?
ঈদ ঈদ করে তো রমজান যে চলে গেল খেয়ালি করলাম না।
ঈদের সেমাই, ফালুদা, বিরানী-পায়েস আর বাহারি আইটেমের চাপে রমজানকে মিস করতে ভুলে গেছি।
জিলাপি, বেগুনি, স্বাদের হালিমকে যতটুকু মিস করবো ততটুকুন মিস রমজানকে করবো কিনা সন্দেহ?
আহারে…!
এই রমজানে বিশেষ কারনে ঢাকা-চট্টগ্রাম চার/পাঁচবার ট্রাভেল করতে হয়েছে। ট্রেনের লোকজন সিটে বসে যেভাবে নামাজ আদায় করেছে, মোবাইল অ্যাপস থেকে কোরআন পড়েছে, মাথায় টুপি পড়ে যেভাবে তাসবীহ-তাহলীন করেছে, মাত্র ৫ দিনের ব্যবধানে সেই ইসলামীক ভাবধারা এইবার আর দেখা যাচ্ছে না।
রমজান শেষ! এখন থেকে আবার চিরাচরিত জীবন। যোহরে লেট। আসরে জামায়াত মিস আর ফজরে কাযা। রমজানের শিক্ষা ঈদের আনন্দের সাথে গুলিয়ে খেয়ে ফেলবো!
ঈদের নতুন জামা পড়ে আবার ব্যবসায়ে ভেজাল, ঈদের পাঞ্জাবি পড়ে আবার অফিসে দুই নাম্বারি চলবে আগের মত!
আমরা ধরেই নিয়েছি আমরা আগামী রমজানও পাচ্ছি। আমরা আরও ৭০ বছর বাঁচব! শেষ সময়ে একবার হজ্ব করে আসলেই তো সব গুনাহ মাফ! তারপর হাতে যখন কোন কাজ থাকবে না তখন আল্লাহর কাজ করা যাবে। নামাজ পড়া যাবে! ভালো কাজে মন দেয়া যাবে!
কত রমজান আসে কত রমজান যায়, শুধু গুনাহ থেকে যায়!
তাই তো ঈদের দিনেও হযরত ওমর (র.) কান্না করছেন আর বলেছেন হে আবু হুরাইরা আমাকে কান্না করতে দাও যারা ধরে নিয়েছে তাদের গুনাহ মাফ হয়েছে তাদেরকে ঈদের আনন্দ করতে দাও। ওমর জানে না তাঁর গুনাহ মাফ হয়েছে কিনা?
আহারে জীবন! রমজান যে চলে গেলো আপসোস কি হয়??
— রাশেদুল হায়দার
Leave a Reply