সন্দ্বীপের মানুষের জীবনের মূল্য কতটুকু?
গত কয়েকদিন আগে ট্রলারে করে চট্টগ্রাম আসার সময় আমার মনে এই প্রশ্ন জাগলো।
সন্দ্বীপের মানুষের জীবনের দাম কত? সাগরের একটা উত্তাল ঢেউ, নাকি অসচেতনতা আর অবহেলা?
যেটাই ধরিনা কেন বলি হচ্ছে কিন্তু ঐ সাধারণ মানুষগুলো। এত অল্প মূল্যে মানুষের জীবন শেষ হতে পারে তা নিতান্তই দুর্ভাগ্যজনক! সন্দ্বীপের রাজনীতিবিদরা, সমাজ সেবকরা চাইলে কি এই দু:খ-দুদর্শা গ্রস্থ মানুষ গুলার দাম আরেকটু বাড়াতে পারেনা? সন্দ্বীপ গুপ্তছড়া রোডে মাত্র একটা লঞ্চ, একটা লঞ্চ দিয়ে এই রোডে এত হাজার হাজার মানুষের নিরাপদ যাত্রার চিন্তা অপ্রতুল, এরপর এই লঞ্চও এই রোডে চলার উপযোগী কিনা সে প্রশ্নতো থাকছেই, আর এই সব অপ্রতুলাতার কারণে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সাগর পারি দিচ্ছে ট্রলারে, মাছ ধরার ছোট লাল বোটে অথবা স্পিড বোটে।
আর পশ্চিম দিকে মেয়াদ উত্তীর্ণ জাহাজ থাকলেও বর্তমানে পশ্চিমে চড় জাগায় ঐ জাহাজগুলোর শিডিউল বিপর্যয় ঘটছে, মাঝে মাঝে চরে ঘন্টার পর ঘন্টা আটকেও থাকছে, এতে যাত্রীদের ধৈর্যচ্যুতির কারণে পূর্ব দিকের ট্রলারে যাত্রা ছাড়া আর কোন উপায়ও থাকছে না । আমাদের জম্মের পর থেকেই আমি সন্দ্বীপের সাথে যোগাযোগের এই অব্যবস্থাপনা দেখে আসছি । কিন্তু এই ২৫-৩০ বছর ধরেও একই অবস্থা চলে আসছে শুধু পূর্বদেকের দুইটা ব্রিজ ছাড়া । সন্দ্বীপের মানুষ আর কতো দিন অপেক্ষা করবে একটু ভালো যাতায়াতের সুবিধের জন্য, নাকি সেই মুন্সিগঞ্জের পদ্মার লঞ্চ ডুবার দুর্ঘটনার মতো কোন দুর্ঘটনার ঘটলে তখন আমাদের হুশ আসবে, এখন থেকে সচেতন না হলে যে কোন সময়ে এই অবহেলা কড়া মূল্য দিতে হবে মানুষের জীবনের বিনিময়ে, তখন সব খুত বেরিয়ে আসবে, শুধু দুর্ঘটনার মৃত লাশগুলো খুঁজে পাওয়া যাবেনা।
Leave a Reply