স্বপ্নের আত্মহত্যা

[Best_Wordpress_Gallery id=”5″ gal_title=”Full Cover”]

লেখকের কথা

ছোট বেলা থেকেই আমি খুব ভাবুক আর আনমনে প্রকৃতি ছিলাম। ভাবনা চিন্তাগুলো অন্যদের থেকে একটু ভিন্ন ভাবে প্রকাশ করাটা আমার অভ্যাস ছিলো। তাই যে কোন ছোট খাটো ভাবনাই কখনো কখনো আমার দু-চিন্তার কারণ হত। দু-চিন্তার সর্বগ্রাসে আমার নিত্যদিনে সুখ নিদ্রা কেরে নিচ্ছিল। হঠাৎ মনে হলো। সবকিছু ডায়েরিতে লেখে ফেললে কেমন হয়। সেদিন থেকে ঘুমানোর সময় মাথার কাছে একটা ডায়েরি রাখতাম। একদিন ফেসবুকে স্ট্যাটাস দিলাম, “আমি অধম একজন ব্যর্থ কম্পিউটার ইঞ্জিনিয়ার যার প্রোগ্রাম লেখার এডিটর থেকেও কবিতা লেখার ডায়রি ভালো লাগে’!

সেই ভালো লাগা ডায়েরির ছেঁড়া পাতা থেকে স্বপ্নের আত্মহত্যা বইয়ের উপাখ্যান। প্রতিদিনের নতুন নতুন স্বপ্নগুলো কঠিন বাস্তবতায় পৃষ্ট হয়ে মারা যায়। এই বইয়ে সেইসব স্বপ্নের কথার মালা গাঁথার চেষ্টা করেছি মাত্র।

পাঠকদের যদি এর একটি কবিতাও পছন্দ হয় বা ভালো লাগে তাহলে আমার এই নির্ঘুম রাতের বই ‘স্বপ্নের আত্মহত্যা’ সার্থক হবে। এটা আমার প্রথম কবিতার বই। ভবিষ্যৎ আরও বই লেখার স্বপ্নও লালন করি। পাঠকদের ভালোবাসা আর দোয়া থাকলে সেটাও সম্ভব হবে।

আপনাদের ভুল শুধরে দেয়া আর ধৈর্যশীল হয়ে নতুন লেখকের বই পড়াতেই পরবর্তী বই লেখার উৎসাহ হিসেবে কাজ করবে।

শুভকামনা থাকলো সকল পাঠকদের প্রতি। ধন্যবাদ সকলকে।

[Best_Wordpress_Gallery id=”6″ gal_title=”Book Cover”]

 

লেখক পরিচিতি

রাশেদুল হায়দার, পিতা: আব্দুল হান্নান, মাতা: নাছিমা বেগম। সাগর আর নারকেল গাছে ঘেরা বঙ্গোপসাগরের মোহনা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সন্দ্বীপে জন্ম গ্রহণ করেছেন। বেড়ে উঠেছেন চট্টগ্রামের হালিশহরে। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে পড়াশুনা শেষ করে তিন বছরেরও বেশি বাংলাদেশের সুনাম ধন্য পত্রিকা প্রথম আলোর আইটি বিভাগে কাজ করেছেন। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরে কর্মরত আছেন। জীবন সঙ্গিনী হিসেবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাহমুদা আক্তার রিমার সাথে।

ছাত্র জীবন থেকেই তিনি কবিতা অনুরাগী আর সাহিত্য প্রেমী ছিলেন। ইঞ্জিনিয়ারিং পড়াশুনার পাশা পাশী সাহিত্য চর্চা করতেন।  বিশ্ববিদ্যালয় জীবনে ভালো বিতার্কিক ছিলেন। ডিবেট আর মঞ্চ অভিনয়ের সক্রিয় সদস্য ছিলেন। পত্র পত্রিকায় লেখা লেখি ছিলো তাঁর বেশ শখের। বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা তাঁর লেখা ছোট গল্প, ভ্রমণ কাহিনী আর রম্য রচনা প্রকাশ করেছেন। বাংলাদেশের জনপ্রিয় বেশির ভাগ পর্যটন জায়গায় তিনি একাধিক বার ভ্রমণ করেছেন।  বন্ধু আর পরিচিত মহলে ভ্রমণ পোকা হিসেবে বেশ পরিচিত তিনি।

বই হিসেবে স্বপ্নের আত্মহত্যা কবিতার বইটিই প্রথম।

ইমেইল: mrhaider46@gmail.com

Website: www.iamhaider.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

শুভ জন্মদিন ২০২২

আজ আমার তেত্রিশ মতান্তরে পঁয়ত্রিশতম শুভ জন্মদিন! (বয়সে করোনাকালিন হিসেব বাদ দেয়া হয়েছে) ছবিটি আনুমানিক ২০ বছর আগের হারিকেন জমানার। ছত্রিশ ফিল্মের কোডাক ক্যামেরার। মেঘে মেঘে বয়স তো আর কম হলো না। সেই ১৫ টাকা সের চাল সময়কার ছেলে আমি। ৪০ টাকা নিয়ে বাজারে যেতাম। এর মধ্যে মাছ-তরকারি, মুদি সদায় সহ দুই টাকা বাঁচিয়ে .....

বই: প্রোডাক্টিভ মুসলিম

বইটি পড়ে কিছু ব্যাপারে আচার্য হয়েছি। বইটি হাতে নিয়ে পড়ার আগে মনে করেছিলাম, এর ভিতরে লেখা থাকবে শুধু কাজ আর কাজ। কিসের ঘুম, কিসের বিশ্রাম আর কিসের অবসর। হয়তো বলা থাকবে, এই দুনিয়াতে কি শুধু ঘুমাতে আসছেন। শুধু কাজ করেন আর অন্য কিছু নয়। পরবর্তীতে ঘুমের উপর চ্যাপ্টার পড়ে আরও বেশি আচার্য হয়েছি যে, .....

বই: ইন দ্য হ্যান্ড অব তা-লে-বা-ন

১১ সেপ্টেম্বর, ২০০১। মঙ্গলবার। নিউইয়র্ক-বাসীর সকালটা শুরু হয় অন্যান্য দিনের মত! সময়ের সাথে তাল মিলিয়ে চলা নিউইয়র্কের লোকজন খুব সকালে উঠে যার যার অফিস শুরু করেছে। প্রতিদিনকার সকালের মত হয়তো কেউ কেউ চা-কপি দিয়ে মাত্র অফিস ডেক্সে ওইদিনের মত নিজেকে সেট করে নিচ্ছে। পৃথিবীকে নাড়া দিতে যাচ্ছে এমন কোন ঘটনা ঘটতে চলেছে তখনও এই .....

বই: ফজর আর করব না কাজা!

আসসালাতু খাইরুম মিনান নাউম! মাত্র ফজরের আজান হয়েছে। সামনের বাসার আঙ্কেলের বড় গেটের তালা খোলার খটখট আওয়াজ। তারপর আমার মোবাইলের এক নাম্বার এলার্ম ভেজে উঠলো। একরাশ বিরক্তিসহ এলার্ম বন্ধ করলাম। এই আলতো ঘুমের এমন ঝনঝন তালা খোলার শব্দ আর এলার্মের এমন ভিট-ঘুটে আওয়াজ সত্যিই বিরক্তিকর ছিলো। তারপর কোন রকম উঠে দায়সারা ভাবে নামাজ ঘরে .....

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ রিভিউ: এ আমি কি দেখলাম?

অফিস থেকে মনে হয় একটু তাড়াহুড়া করেই বের হয়েছি। আজকে বাংলাদেশের চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার সাথে খেলা। কয়দিন আগেও এই অস্ট্রেলিয়াকে মিরপুরের মাঠে আমরা কচুকাটা করেছি। সেই হিসেব মতে আজ একটা হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করবো। টানটান উত্তেজনা থাকবে। বাংলাদেশ হাড় কাঁপানো ব্যাটিং করবে। মাঠ কাঁপানো ফিল্ডিং করবে। টানটান করে বাউন্ডারি হাঁকাবে। দর্শক সাড়ি থেকে বাংলাদেশ! .....

নাফাখুম জলপ্রপাত – নেটওয়ার্কের বাইরে একদিন

আজকে যাবো। কালকে যাবো। এই বর্ষায় যাবো। এমন করতে করতে এক ট্যুরের প্ল্যান চলে প্রায় দুই বছর ধরে। এর মধ্যে করোনা। লকডাউন। শাটডাউন। মাস্ক। স্যানিটাইজার ইত্যাদি ইত্যাদি পৃথিবীতে নতুন করে আগমন করেছে। অন্যদিকে নাই হয়ে গেছে অনেক পরিচিত মানুষ, বন্ধুবান্ধব, আত্মীয়-অনাত্মীয়। প্রতি বছর একটা জংলী ট্যুর দেয়ার ইচ্ছে থাকে। বড়সড় একটু গ্রুপ করে কোন .....

All Post