ট্যুর টাঙ্গুয়ার হাওর
আজ রাতে দুই দিনের ট্যুরে টাঙ্গুয়ার হাওর যাচ্ছি। ইনশাআল্লাহ্।
এখন আর আগের মত পনের মিনিটে ব্যাগ গুছিয়ে আধা ঘণ্টার মধ্যে বের হতে পারি না। অনেকগুলো কি, কেন, কোথায়, এসবের উত্তর দিয়ে দিয়ে ইয়েস কার্ড নিয়ে বের হতে হয়। বউ-বাচ্চা রেখে ভ্রমণে এখন প্রচুর বাধা-আপত্তি। মাঝে মাঝে এসব বাধা-আপত্তি ম্যানেজ করতে একটু চালাক-চতুরীর আশ্রয় নেয়া লাগে। বর্তমান সময়ে একটু চালাক-চতুর না হলে আর চলে না…!
আম্মাকে ট্যুরে যাওয়ার কথা বলতে হবে। পিছনে হাত রেখে আম্মার পিছু পিছু ঘুরতে হবে। আম্মার কখন মন-মেজাজ ভালো সেটা দেখে কথাটা বলতে হবে। বিশেষ করে আম্মার পান খাওয়ার সময়। আম্মা আপনার মিষ্টি পান আর হাকিমপুরী জর্দা আজকেই এনে দিব। যদিও ডাক্তার আপনাকে জর্দা খেতে নিষেধ করছে। তারপরেও খান। মাঝে মাঝে খেলে কোন সমস্যা নাই। ডাক্তাররা এমনিতেই কত কথা বলে। আমি শিউর, ওই ডাক্তারের আম্মাও জর্দা খায়। আপনারও খেতে ভালো লাগে আপনিও খাবেন, ব্যাস!
এরপর…।
গলায় দুইটা কাশি দিয়ে, আম্মা আমি কাল রাতে…
দেখ দেখ, আবার বলিস না, কোথাও ট্যুরে যাবি। বিয়া-শাদি করছোস, ছেলে-পুলের বাপ হইছোস এখন একটু মেহেরবানি করে এসব বাদ দে…।
আম্মা ডাক্তার আপনাকে জর্দা খেতে নিষেধ করছে। এসব আর খাইয়েন না…!
আচ্ছা যা যা…! কোনদিন আসবি? কখন আসবি?
এবার আপনাদের ভাবিকে বলছি, শোন অফিসে অনেক প্রেশার। তোমাদের রেখে এদিক-ওদিক যেতেও খারাপ লাগে! এবার আবার অফিসের কাজে দুই দিনের জন্য সুনামগঞ্জ যেতে হবে।
কি কও? সুনামগঞ্জেও কি আবার অফিসের কাজ থাকে নাকি? দেখ! তুমি আমাকে আবার মিথ্যে বলছো না-তো?
আমি বললাম, দেখো! গত আগস্ট মাসে আমি কি তোমাকে কোন মিথ্যা বলছি?
সে বললো, তো কি হয়ছে? এখন তো সেপ্টেম্বর মাস।
আমি বললাম তাহলে আজ কি বার? ও বললো মঙ্গলবার। আমি বললাম মঙ্গলবারে কেউ মিথ্যা কথা বলে..? এর আগে কখনো আমাকে মঙ্গলবারে মিথ্যা কথা বলতে শুনছ?
এরপর থেকে আকস্মিক দুর্ঘটনা এড়াতে গ্যাস-বিদ্যুতের লাইন বন্ধ আছে…।
আল্লাহ ভরসা। সফল ট্যুরের জন্য সকলের দোয়া চাই।
Leave a Reply