ভালোবাসার বিষ* বাণী
১) ভালোবাসা হলো শুধু আমি আর তুমি, আমি 1st person, তুমি 2nd person, এরপর এর মাঝে কোন 3rd person singular আসলে ভালোবাসার সাথে s/es যুক্ত হবে, (s=সমস্যা/es=Extra সমস্যা)।
২) ভালোবাসা হলো একটা খাদ, যেটাতে পরলে আপনার হাত পা ভাঙ্গবেই।
৩) ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে বড় পরাধীনতা, আপনার পছন্দ–অপছন্দের ব্যাপারে জবাবদিহি বাধ্যতামূলক।
৪) মানুষ বাঁচতে চাই ভালোবাসার টানে, আর মরতে চাই ভালোবাসার ধোঁকায়।
৫) ভালোবাসা এমন একটা বিষয় যার উপরে পড়লে ছেলেরা নিজেদের স্মার্ট ভাবে আর মেয়েরা নিজেদের বুদ্ধিমতি ভাবে।
৬) মেয়ে মানুষের চোখের পানি আর মুখের হাসি দুইটাই পুরুষ মানুষের জন্য ক্ষতিকর, কিন্তু পুরুষের কাছে এটাই ভালোবাসা।
৭) ভালোবাসা হলো দুইটি ব্যাংকের লেনদেন, এর মাঝে বাংলাদেশ ব্যাংক নাক গলালে ঐ দুই ব্যাংকের নিজস্ব লেনদেন বাধাগস্থ হয়।
৮) মানুষ ভালোবাসার জন্য ফকির হতে রাজি কিন্তু ফকির হলে আর ঐ ভালোবাসা থাকেনা।
৯) কাউকে ভালোবেসে চোখ–কান খোলা আর মুখ বন্ধ রাখুন দেখবেন ভালোবাসা অনেক দিন টিকে থাকবে।
১০) এমন মোবাইল ব্যবহার করুন যাতে অপর প্রান্তের কল–ওয়েটিং বুঝা যায়, আর অনেকক্ষণ চার্জ থাকে।
১১) ভালোবাসার অপর নাম হলো বিশ্বাস,আর বিশ্বাসের বিপরীত হলো ভালোবাসার বিপরীত।
১২) ভালোবাসায় যত বেশি অবিশ্বাস বাড়তে থাকবে, আস্তে আস্তে ততবেশি ভালোবাসা কমতে থাকবে।
১৩) যে শুধু বিশ্বাসকে ভালোবাসে, তার সাথে আর অন্য মানুষের ভালোবাসা সাধারণত হয় না।
১৪) এক বা একাধিক জনের সাথে বন্ধুত্ব, অন্য জনের সাথে প্রেম আরেক জনকে বিয়ে, এটাই বর্তমান ভালোবাসা আধুনিক সংস্করণ ।
* জ্ঞানের সল্পতায় বিশ বাণী পূর্ণতায় সক্ষম হয়নি।
লেখাটি ০৯ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে দৈনিক প্রথম আলোর রস-আলো তে প্রকাশিত
Leave a Reply