জাতীয় বিবেক
জাতি আজ বিধ্বস্ত জরাজীর্ণ সত্ত্বাহারা
বিবেক আজ বিভ্রান্ত জরাগ্রস্ত জিম্মি
বিবেককে বেচে আজ নিত্য দিনের খোরাক
শুধু সুরের সাথে সুর মিলিয়ে চলা।
পরের পরাজয় যেন আমার উৎসব, আমার জয়
এটা কোন যুদ্ধ নয়, এটা একটা খেলা
অন্যকে মেরে নিজে বাঁচার খেলা।
এখানে কোন জীবনের মূল্যের দরকার হয়না
শুধু জীবনকে মৃত ঘোষণা করা ছাড়া।
মঞ্চের অভিনয় এখানে বাস্তবে
এই সমাজই সেখানে মঞ্চ
আর মানুষগুলো অভিনেতা
বিবেক সেখানে দর্শক
সে শুধু চেয়ে চেয়ে দেখবে
আর কিছুই করার ক্ষমতা নেই
কারণ সে বিকলাঙ্গ, অথর্ব।
Leave a Reply