জীবন খেয়া
জীবনের খেয়া পারি দিতে যে বেলা যাবে, কে জানতো? 
খেয়াতরীর পাল ছাড়িয়ে গায়ে হাওয়া লাগিয়ে বসে ছিলাম 
বৈঠা বাওয়ার দরকার মনে করিনি। 
একান্ত বাধ্য হয়ে যখন বৈঠায় হাত দিলাম
ততক্ষণে দমকা বাতাসে নৌকার পাল 
ছিঁড়ে স্রোতের প্রতিকূলে চলার শক্তিও হারিয়েছি।
এখন লা ইলাহা ইল্লাল্লাহ্, আল্লাহ্ আল্লাহ্ জিকির ছাড়া
এই অকূল পাথার জীবন সমুদ্র থেকে কূলে পৌঁছানোর
আর কোনো উপায় নেই ভেবে 
আল্লাহ ভরসা করে বসে আছি।
                        
                        
                        
                        
                        
                        
                  
Leave a Reply